ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সাকিব-গেইল-ব্রাভোর ব্যাটে ঢাকাকে মাঝারি রানের টার্গেট দিল বরিশাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৪ ১৪:১৬:৫৭
সাকিব-গেইল-ব্রাভোর ব্যাটে ঢাকাকে মাঝারি রানের টার্গেট দিল বরিশাল

টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে বরিশালের স্কোর দাঁড়ায় ২৩ রানে ৩ উইকেট। চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। তাদের ৩৭ রানের জুটি ভাঙে সাকিব আউট হলে। রুবেলের বলে মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দেন সাকিব। বরিশালের অধিনায়ক করেন ১৯ বলে ২৩ রান। সাকিবের ইনিংসের ছিল দুইটি চার ও একটি ছক্কা।

প্রথমবার একাদশে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন নুরুল হাসান সোহান। ৫ বলে ১ রান করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে বাউন্ডারিতে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন সোহান। তারপর গেইলও বিদায় নেন। ৩০ বলে ৩৬ রান করেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।

বরিশালের ইনিংসে বাকি রান যোগ করেন ব্রাভো একাই। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাট থেকে আসে ২৬ বলে হার না মানা ৩৩ রান। ব্রাভোর ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে বরিশাল সংগ্রহ করে ১২৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল ১২৯/ (২০ ওভার)

গেইল ৩৬, ব্রাভো ৩৩*, সাকিব ২৩, সৈকত ১৫;

রাসেল ২/২৭, উদানা ২/২৯।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ