ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

টপঅর্ডারে কেউ রান না করলে জেতা কঠিন: সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৪ ২১:০৩:০৫
টপঅর্ডারে কেউ রান না করলে জেতা কঠিন: সুজন

আজও (সোমবার) আগে ব্যাটিং করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় বরিশাল। কিন্তু এদিন আর শেষ রক্ষা হয়নি। কারণ সোমবার দুপুরে সাকিব বাহিনীর ওপরের দিকে একজনও রান পাননি। সৈকত ১৫, নাজমুল শান্ত ৫, সাকিব ২৩ ও তৌহিদ হৃদয় ০- প্রথম চারজন ব্যর্থতার মিছিলে অংশ নিলে আর সামনে আগানো সম্ভব হয়নি।

ফলে ১২৯ রানে থেমে গেছে বরিশাল। এ রান নিয়ে আর জেতাও সম্ভব হয়নি। ৪ উইকেটের পরাজয়ই সঙ্গী থেকেছে। কোচ খালেদ মাহমুদ সুজন টপ অর্ডারের ব্যর্থতাকেই বড় করে দেখছেন। সোমবার ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সুজনের সোজা সাপটা কথা, ‘টপঅর্ডারে কেউ রান না করলে কাজটা কঠিন হয়ে যায়।’

আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তার দলের প্রয়োগে সমস্যা ছিল। তার ব্যাখ্যা, ‘(প্রতিপক্ষ) বোলিং ভালো তো করবেই, তবে এতো ভালো বোলিং হয়নি। আমরা উইকেট দিয়ে এসেছি। আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিল টপঅর্ডারের।’

তবে টপঅর্ডারের এই রান করতে না পারকে আবার খুব বড় করে দেখতে নারাজ সুজন, ‘হয়নি আসলে। এমন হতেই পারে। ওরাও ভালো দল। ওদের জন্য দুই ম্যাচ হারার পর জেতা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। আমি মনে করি আমরা আরও ভালো খেলার ক্ষমতা রাখি।’

নিজ দলের ব্যাটিংয়ে অসন্তুষ্ট না হলেও তুষ্ট নন বরিশাল কোচ। তার ধারণা, ‘আমরা এখনও ৬০ ভাগও ব্যাটিং করিনি। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে আশা করছি টপ অর্ডারের কেউ রান করবে। যেটা বললাম টপঅর্ডারে কেউ রান না করলে কঠিন হয়ে যায়।’

‘আজকে যদি আমরা ০ উইকেটে ৬০ রান থাকতাম, আমাদের যে ব্যাটিং আছে জিয়া, গেইল, সোহান বা ব্রাভো। গেইলকে আজ মিডল অর্ডারে খেলিয়েছি আমরা। এদের মধ্যে কেউ ৫০-৬০ রান করত তাহলে সহজেই ১৫০-১৬০ হতো’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ