ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দলে একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৫ ১২:০১:১০
দলে একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

এরপর তিন ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে আজিরা। সেই সফরের আগেই ক্রিকেটারদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পেলেও এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন ঝাও রিচার্ডসন, ট্র্যাভিস হেড ও মোয়েসেস হেনরিকস।

এছাড়া বিগ ব্যাশে নজর কেড়ে ডাক পেয়েছেন বেন ম্যাকডারমেট। লঙ্কানদের বিপক্ষে এই উইকেটকিপার ব্যাটারের উপরে বর্তাতে পারে টপ অর্ডারের দায়িত্ব। সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচ। পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৬ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াড অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, জশ ইংলিশ, বেন ম্যাকডারমেট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, এডাম জাম্পা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ