ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

লজ্জার রেকর্ড গড়ে অল-আউট ঢাকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৫ ১৪:০৫:৫৫
লজ্জার রেকর্ড গড়ে অল-আউট ঢাকা

নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি ঢাকা। ১৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ১০০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। শুরু থেকেই ঢাকাকে বল হাতে চেপে ধরে সিলেটের বোলাররা। ১৭ রানের মাঝেই ৩ উইকেট হারায় ঢাকা। তামিম ইকবাল ৩, মোহাম্মদ শেহজাদ ৫ ও জহুরুল হক ৪ রান করেন।

দুরত ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাইম। দুজনে মিলে গড়েন ৪০ রানের জুটি। আম্পায়ারের হাস্যকর ভুল সিদ্ধান্তে ভাঙে এ জুটি। যার ফলে ৩০ বলে ১৫ রানে আউট হন নাইম। একই ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আন্দ্রে রাসেল।

এরপর ঢাকার আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শুভাগত হোম ২১ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

সিলেটের হয়ে একাই ৪ উইকেট নেন নাজমুল হোসেন অপু। এছাড়া তাসকিন আহমেদ তিনটি ও সোহাগ হাজী দুটি উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ