ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো বরিশাল বনাম কুমিল্লার মধ্যকার টস, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৫ ১৭:০৬:৪৯
এইমাত্র শেষ হলো বরিশাল বনাম কুমিল্লার মধ্যকার টস, দেখেনিন ফলাফল

এর আগে টস পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

চলতি আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে কুমিল্লা। সে ম্যাচে সিলেট সানরাইজার্সকে মাত্র ৯৬ রানে অল আউট করে নিজেদের বোলিং বিভাগের শক্তিমত্তার জানান দেয় দলটি।

তবে ব্যাটিং ডিপার্টমেন্টে হতাশার প্রদর্শনী দেখা যায়। মাত্র ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একপর্যায়ে ম্যাচ হারের শঙ্কায় পরেছিল তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ২ উইকেটে জিতে যায় কুমিল্লা। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যেই আজ খেলতে নামছে দলটি।

অন্যদিকে চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বরিশাল। যেখানে আগে বোলিং করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১২৫ রানে বেঁধে ফেলে তারা। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।

এরপর দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হয় বরিশাল। এ ম্যাচে ১২৯ রান করার পর ৪ উইকেটে হারের মুখ দেখে দলটি। আজকের ম্যাচ দিয়েই হারের বৃত্ত থেকে বের হতে চাইবে তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ