ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘পুষ্পা উদযাপনে’র আসল রহস্য খোলসা করলেন নাজমুল অপু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৫ ১৮:৩৭:০৯
‘পুষ্পা উদযাপনে’র আসল রহস্য খোলসা করলেন নাজমুল অপু

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে উইকেট নেওয়ার পর তামিল ছবি 'পুষ্প'-এর কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচে দাড়ি কামিয়ে উদযাপন করলেন নাজমুল আপু। ঢাকার বিপক্ষে আজকের ম্যাচেও ব্যতিক্রম ছিলেন না তিনি।

শনিবার কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন অপু। তবে তার দল হেরে যায় ম্যাচটি। আর ঢাকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। সিলেটের প্রথম জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও পেয়েছেন অপু।

ম্যাচ শেষে সিলেট সানরাইজার্সের সরবরাহকৃত ভিডিওবার্তায় নিজের পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন এ বাঁহাতি স্পিনার। মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিধায় এ উদযাপন করছেন।

অপুর ভাষ্য, ‘আমি পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা যোগ করেছি।’

আসরের প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। এর আগে জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে ৩২ উইকেট নিয়ে অপু ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস ও উইকেটের সাহায্য কাজে লাগিয়েই ভালো করছেন বলে জানালেন অপু।

তিনি বলেছেন, ‘আমার অনুভূতি তো খুব ভালো। এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। সেখান থেকেই ভালো আত্মবিশ্বাস ছিল। আল্লাহ্‌র রহমতে অনুশীলনগুলো কাজে লেগেছে। আমি চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। কারণ উইকেটে সাহায্য ছিল।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ