ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মোঃ রাজিব আলী:

সাব এডিটর

গ্লাভসে লাগলে LBW, ব্যাটে লাগলে LBW এই হলো বিপিএলে আম্পায়ারদের সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৫ ১৯:৩০:২০
গ্লাভসে লাগলে LBW, ব্যাটে লাগলে LBW এই হলো বিপিএলে আম্পায়ারদের সিদ্ধান্ত

একই ওভারে ৪র্থ বলে রাসের বিরুদ্ধে জোরালো আবেদন করেন নাজমুল ইসলাম অপু আবারও আঙ্গুল তুলে দেন আম্পায়ার শৈকত। এবার টিভিতে রিপ্লেতে দেখা যায় বলটি রাসেলের প্যাডে লাগার আগে লেগেছিল ব্যাটে। সিস্টেম রিভিউ না থাকায় শুন্যে রানেই ফিরতে হয় রাসেলকে।

শুধু এই দুইটি সিদ্ধান্ত নয়। ইনিংসের ৩য় ওভারে মোসাদ্দেক হোসেন শৈকতের বলে তামিম ইকবালের আউট নিয়েই ছিল শংসয়। বলটি ইম্পাক্ট ইন লাইন ছিল কিনা তাই নিশ্চিত হওয়ার জন্য কোনো উপায় ছিল না। অসন্তস প্রকাশ করেই মাঠ ছেড়েছেন তামিম ইকবাল।

বিপিএল শুরুর আগে থেকেই ডিসিশন রিভিউ সিস্টেম না থাকায় ব্যাপক সমালোচনা হয়েছিল। সে সব সমালোচনা যে অমূলক ছিলনা তারই প্রমাণ মিললো আজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ