ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আকাশ ছোয়া মূল্যে লখনউ ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার আসল রহস্য জানালেন রাহুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৬ ১০:৫৫:৪৯
আকাশ ছোয়া মূল্যে লখনউ ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার আসল রহস্য জানালেন রাহুল

রাহুলের মতে, সবাই প্রথম থেকে নতুন দল গঠনের সুযোগ পায় না। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউতে, যা তাকে আকৃষ্ট করেছে তা করার সুযোগ রয়েছে তার। Backstage with Boria নামক শো’তে রাহুল বলেন, ‘আমার মনে হয় না আমার ক্রিকেট খেলার সময়কালে এমন শূন্য থেকে দল গড়ার সুযোগ সবাই পাবে। তাই (দলে যোগ দেওয়ার বিষয়ে) আমাকে দুইবার ভাবতে হয়নি। আমি চটপট রাজি হয়ে যাই।’

দল বাছাইয়ের ক্ষেত্রে দলের কর্ণধারের সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলাটাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে দাবি রাহুলের। ‘আমি সঞ্জীব স্যারের সঙ্গে যোগ দেওয়ার আগে কথা বলি এবং উনার ক্রিকেটের প্রতি ভালবাসার পাশাপাশি, উনি যেভাবে কথা বলেন, তাতে সাফ বোঝা যায় উনি ক্রিকেটার অনুভূতিটা বোঝেন। এটা আমায় আকৃষ্ট করে। দলের মালিকদের খেলোয়াড়দের অনুভূতি বোঝাটা যে কতটা দরকার, তা আমি এই কয়েকবছর আইপিএল খেলে বুঝে গিয়েছি। এইসব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিই যে এই দলের হয়েই শুধু এখন নয়, আমি বাকি আইপিএল কেরিয়ারের পুরোটা খেলতে চাই।’ দাবি করেন রাহুলের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ