ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

দেখেনিন প্রথম পর্ব শেষে বিপিএলে সেরা দল কোনটি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৬ ১৩:৫৯:০৩
দেখেনিন প্রথম পর্ব শেষে বিপিএলে সেরা দল কোনটি

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে কুমিল্লা। অপরদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের খেলা তিনটি ম্যাচের দুটিতে জিতেছে এবং হার একটি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে দলটিকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল সেই ঢাকা যেন টুর্নামেন্ট শুরু হতেই খেই হারিয়ে ফেলেছে।

এখন পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র একটি জয় ঢাকার. বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালকে নিয়ে দল সাজানোর পর কেইবা মনে করেছিল এ অবস্থায় থাকতে হবে ঢাকাকে। ওয়ানডে ক্যাপ্টেন তামিমের মতে দলের প্রত্যেকটি খেলোয়াড়ই অসাধারণ তবে দল হিসেবে তারা ভাল পারফর্ম করতে পারছে না। বেশ কিছু বড় নাম নিয়ে সাকিবের ফরচুন বরিশাল ও একদমই সুবিধা করতে পারছে না।

পয়েন্ট তালিকায় একদম তলানিতে সাকিবের দল। বরিশালে সাকিব ছাড়াও ক্রিস্টোফার হেনরি গেইল-ব্রাভো নাজমুল হোসেন শান্ত এবং মুজিবুর রহমানের মত বড় নাম রয়েছে যদিও মুজিবুর রহমান এখনো দলের সাথে যোগ দেয়নি। তবে দল হিসেবে সাকিবের ফরচুন বরিশালো যথেষ্ট ভারসাম্যপূর্ণ।

টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারেট তলানিতে থাকলেও দুই আন্ডারডগ সিলেট এবং খুলনা যথাক্রমে ৩ ও ৪ নম্বরে রয়েছে। এরমধ্যে সিলেটের পারফরম্যান্স সত্যিই কিছুটা বিস্ময় জাগানিয়ো। সিলেটের দলে কোন বড় নাম না থাকায় অনেকেই ধারণা করেছিল হয়তো একটি ম্যাচও জিততে পারবেনা সিলেট তবে মোসাদ্দেক হোসেন সৈকত এর দল দেখিয়ে দিয়েছে বড় তারকাদের উপর নির্ভর থাকার চেয়ে একটি দল হিসেবে একসাথে পারফর্ম করা বেশি ফলপ্রসূ।

সম্প্রতি পারফরম্যান্সের বিচারে সবগুলো দলের চেয়ে কুমিল্লা এগিয়ে থাকবে. কুমিল্লার হাইপ্রোফাইল ম্যানেজমেন্ট যেখানে কোচ সালাউদ্দিন এবং পরামর্শক হিসেবে স্টিভ রোডসের মতো নাম রয়েছে। পাশাপাশি ব্যালেন্সড দল নির্বাচন করায় কুমিল্লা নির্দ্বিধায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবে।

ফাফ দু প্লেসিস ,ওশান থমাস ,সুনীল নারায়ন, মঈন আলী ,কুশল মেন্ডিস ও ক্যামেরন ডেলপোর্ট এর মত বড়ো বিদেশি তারকা রয়েছে কুমিল্লার বেঞ্চে। দেশি দের মধ্যে রয়েছে মুস্তাফিজুর রহমান ,লিটন কুমার দাস, ইমরুল কায়েস, এবং মাহমুদুল হাসান জয় এর মতো অভিজ্ঞ এবং প্রতিভাবান খেলোয়াড়.তাহলে কি কুমিল্লাই এবারের বিপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত