ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

৬ পরিবর্তন নিয়ে চমক দিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৭ ১৮:৪৮:৩১
৬ পরিবর্তন নিয়ে চমক দিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দলে ছয়টি পরিবর্তন করা হয়েছে। দলে বড় পরিবর্তন হলেও কাইরন পোলার্ড এখনও অধিনায়ক।

আইরিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার বড় জায়গা ছিল ব্যাটিং। তাই ভারতের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে অভিজ্ঞতাকে প্রধান্য দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে এনক্রুমা বনার, ব্র্যান্ডন কিং এবং ব্রাভোকে।

ভারতের বিপক্ষে দলে জায়গা ফিরছেন হেইডেন ওয়ালশ জুনিয়র এবং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। দলে জায়গা হারিয়েছেন রস্টন চেইস, জাস্টিন গ্রিভস, জেডেন সিলস ও ডেভন টমাসরা।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ডেসমন্ড হেইন্স প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর তার নির্বাচিত প্রথম স্কোয়াড এটি। আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে কাইরন পোলার্ডের দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমা বনার, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ