ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

৫০-১০০ নয়, অনেক সময় ১০-২০ রানও গুরুত্বপূর্ণ: সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৭ ২১:৩৬:১১
৫০-১০০ নয়, অনেক সময় ১০-২০ রানও গুরুত্বপূর্ণ: সোহান

এবার বিপিএলে খেলছেন বরিশাল ফরচুনের হয়ে। যে দল বিপিএলে অংশ নিচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বে। ঢাকা পর্বে বরিশাল দুটি ম্যাচ খেললেও সোহান খেলেছেন দুই ম্যাচে। তিন ম্যাচের মধ্যে ঢাকায় মাত্র একটিতে জিতেছে বরিশাল, বাকি দুটিতে পরাজয়।

নুরুল হাসান সোহান ব্যাট করতে নামেন মূলতঃ ৬ কিংবা ৭ নম্বরে। যে পজিশনে ব্যাট করতে নামেন তিনি, সেখান থেকে সেঞ্চুরি করার স্বপ্ন দেখা তো যায়’ই না, বরং হাফ সেঞ্চুরিটাও করা সম্ভব নয়। ওই সময় একটা ক্যামিও ইনিংস খেলে দিলেই দলের জন্য হয় অনেক উপকারী।

এ কারণেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখি হয়ে ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বললেন, দলের জন্য অনেক সময় ১০-২০ রান করাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এক প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘যে কোন দলের হয়ে যখন খেলি, আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়ে অবদান রাখা। কারণ আমার কাছে ১০০ কিংবা ৫০ গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে ভাইটাল সময় দলের জন্য ১০-২০ রান বা পেছন থেকে কিপিং করে বা রান সেভ করে যতটুকু জয়ে অবদান রাখা যায়, ওটাই গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রাম পর্বটা সোহান তথা ফরচুন বরিশালের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘তো আমার কাছে মনে হয়, যেহেতু আমরা শেষ দুটা ম্যাচ হেরেছি, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো চট্টগ্রাম পর্বটা। অবশ্যই টিম হিসেবে আমরা চাইবো যতটুক দরকার হয় সেটুকু পারফর্ম করে যেন আমরা জয়ের রাস্তায় ফিরতে পারি। অনুশীলনে আমরা সবাই সে চেষ্টাই করছি, যাতে আমাদের শতভাগ অনুশীলনে দিতে পারি এবং ম্যাচে তার এক্সিকিউশনটা করতে পারি।’

আরেক প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘সত্যিকারার্থে চট্টগ্রামের উইকেট খুব ভাল থাকে। একটি দল হিসেবে শেষ দুই ম্যাচ হেরে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। তো অবশ্যই চাইবো স্ট্রংলি ব্যাক করতে। যেহেতু উইকেট এখানে ভাল থাকবে, আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ ম্যাচ হবে এবং অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামব ইনশাল্লাহ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ