ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৮ ১১:৩৫:০৩
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

শ্রীলঙ্কার পক্ষে ভিনুজা রানপল একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া তিনটি উইকেট শিকার করেন ওয়েল্লালাগে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা পড়ে আরও ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে। ৪৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর হাল ধরেন অধিনায়ক দুনিথ ও রবিন ডি সিলভা।

অষ্টম উইকেটে দুজনে গড়েন ৬৯ রানের পার্টনারশিপ। ৬১ বলে ৩৪ রান করে বিদায় নেন দুনিথ। ৮৪ বলে ২১ রান করা রবিনও সাজঘরে ফেরেন।

এরপর ভিনুজাকে নিয়ে ত্রিভান ম্যাথু আপ্রাণ চেষ্টা করেছেন। তবে ভুল বোঝাবুঝিতে ম্যাথু রানআউট হলে ৪ ওভার বাকি থাকতেই ১৩০ রানে থামে লঙ্কানদের ইনিংস। ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন ভিনুজা।

আফগানদের পক্ষে জোড়া উইকেট শিকার করেন বিলাল সামি।

সংক্ষিপ্ত স্কোর টস : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ১৩৪/১০ (৪৭.১ ওভার)হাদি ৩৭, নূর আহমাদ ৩০ভিনুজা ১০/৫, দুনিথ ৩৬/৩

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ : ১৩০/১০ (৪৬ ওভার)দুনিথ ৩৪, রবিন ২১সামি ৩৩/২, নাভিন ১৯/১

ফল : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৪ রানে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ