ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৮ ১৬:৫৩:১৭
বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২৯ জানুয়ারি মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও বর্তমান রানার-আপ ভারত। গ্রুপ পর্বের খেলা চলাকালে করোনায় আক্রান্ত হন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুলসহ ৬ ক্রিকেটার।

তবে তারা প্রত্যেকেই করোনামুক্তির সনদ পেয়েছেন। সর্বশেষ করোনা পরীক্ষায় প্রত্যেকেই করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাই আইসোলেশন থেকেও মিলেছে মুক্তি।

শনিবারের ম্যাচকে সামনে রেখে শুক্রবারই দলের সাথে যোগ দেবেন করোনা থেকে সেরে ওঠা এই ৬ ক্রিকেটার। কোয়ার্টার ফাইনালে মাঠে নামতেও কোনো বাধা নেই। তবে তাদের শারীরিক ধকলের বিষয়টি মাথায় রেখে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিটনেস টেস্ট করা হবে।

এদিকে করোনার ভয়ে তটস্থ ভারত মাত্র এক দিন অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে হু-হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে কে কীভাবে আক্রান্ত হচ্ছেন বোঝার কোনো উপায় নেই। একবার করোনার বিপর্যয় সামলাতে হিমশিম খেতে হয়েছে ভারতের যুবাদের। আবার যেন এমন কোনো ঘটনা না ঘটে, তাই যথাসম্ভব হোটেলের বন্দী সময় কাটাচ্ছে যুবারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ