ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো ঢাকা বনাম সিলেটের টস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৮ ১৮:২২:৫৯
এইমাত্র শেষ হলো ঢাকা বনাম সিলেটের টস

শুরুতেই টস পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের প্রথম পর্বেই মুখোমুখি হয়েছিল ঢাকা ও সিলেট। সেই ম্যাচের পর আর কোনো ম্যাচ খেলেনি দুই দল। ম্যাচটিতে আগে ব্যাট করে মাত্র ১০০ রানে অল আউট হয়েছিল ঢাকা। জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

এমতাবস্থায় আজকের ম্যাচে জয়ে ফেরার পাশাপাশি প্রতিশোধ নেয়ার চেষ্টাও করবে মিনিস্টার ঢাকা। বড় ব্যবধানে এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান বাঁ আরো উপরে উঠে আসতে পারে তারা। ফলে সিলেটকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নামবে রিয়াদের দল।

অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিং ডিপার্টমেন্টে দলটির খেলোয়াড়রা আছেন দারুণ ছন্দে। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সানরাইজার্সরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ