ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ইতিহাস গড়ে জিতলো ঢাকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৮ ২১:৫০:৫২
তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ইতিহাস গড়ে জিতলো ঢাকা

সিলেট সানরাইজার্সের দেয়া ১৭৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ১ উইকেট হারিয়েই জয় পেয়েছ মিনিস্টার ঢাকা।

ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল পেয়েছেন সেঞ্চুরি, মোহাম্মদ শাহাজাদ পেয়েছেন হাফ-সেঞ্চুরি। জয়ের থেকে ৩ রান দূরে থাকতে শাহাজাদ ৫৩ (৩৯) রানে না ফিরলে ১০ উইকেটেই হারাতো সিলেটকে। শাহাজাদ ফিরলেও সিলেটের রান পাহাড় টপকাতে ঢাকার লেগেছে ১৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর টস : মিনিস্টার ঢাকা সিলেট সানরাইজার্স : ১৭৫/৫ (২০ ওভার) সিমন্স ১১৬, বিজয় ১৮, মোসাদ্দেক ১৩* কাইস ২৬/১, মাশরাফি ২৯/১, এবাদত ২৯/১ মিনিস্টার ঢাকা : ১৭৭/১ (১৭ ওভার) তামিম ১১১*, শাহজাদ ৫৩ বাবু ৩২/১ ফল : মিনিস্টার ঢাকা ৯ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ