ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিপিএল: ৪টি ছক্কা ও ১৭টি চারে তামিমের এক সেঞ্চুরিতে রেকর্ড বুকে তোলপাড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৯ ১০:৩৭:১৮
বিপিএল: ৪টি ছক্কা ও ১৭টি চারে তামিমের এক সেঞ্চুরিতে রেকর্ড বুকে তোলপাড়

টি-টোয়েন্টিতে তামিমের মোট শতক এখন ৪টি, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে সর্বোচ্চ।

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি এভিন লুইসের সাথে যৌথভাবে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২টি শতক এখন তামিমের। সর্বোচ্চ ৫টি শতকের মালিক ক্রিস গেইল।

বিপিএলে এক ম্যাচে জোড়া সেঞ্চুরিদ্বিতীয়বারের মত বিপিএলে এক ম্যাচে দেখা গেল জোড়া সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে শতক ছিল অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর। এবার একই ম্যাচে শতক হাঁকালেন লেন্ডল সিমন্স ও তামিম ইকবাল। টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে জোড়া শতকের দেখা মিলল এ নিয়ে ২৪ বার।

পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি বল মোকাবেলা তামিম এই ম্যাচে পাওয়ারপ্লেতে একাই খেলেছেন ৩০ বল। বিপিএলে যা সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ, তবে যৌথভাবে। চন্দরপল হেমরাজও পাওয়ারপ্লেতে ৩০ বল খেলেছিলেন।

বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪ বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪ হাঁকানোর রেকর্ড গড়েছেন তামিম। এই ম্যাচে তিনি চার হাঁকিয়েছেন ১৭টি। এতদিন এই রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের- ১৪টি। তামিমের রেকর্ডের দিনে আশরাফুলের কীর্তি স্পর্শ করেন সিমন্স।

বিপিএলে বাউন্ডারি থেকে চতুর্থ সর্বোচ্চ রান তামিম এই ম্যাচে বাউন্ডারি থেকে নিয়েছেন ৯২ রান, যা বিপিএলে বাউন্ডারি থেকে রান নেওয়ার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি তামিমের সাথে মোহাম্মদ শাহজাদের ১৭৩ রানের জুটিটি বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। এছাড়া যেকোনো উইকেটে জুটির বিবেচনায় তা পঞ্চম সর্বোচ্চ।

আরও একটি রেকর্ড হয়েছে এই ম্যাচে, যার মালিক লেন্ডল সিমন্সের। রেকর্ডটি অবশ্য অস্বস্তির! ক্রিস গেইল, সাব্বির রহমান ও ডেভিড মালানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে শতক হাঁকিয়েও হারের স্বাদ পেয়েছেন সিমন্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ