ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একাধিক পরিবর্ন নিয়ে আজ মাঠে নামছে সাকিব-মুশফিকের খুলনা বনাম বরিশাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৯ ১২:০৪:৫৭
একাধিক পরিবর্ন নিয়ে আজ মাঠে নামছে সাকিব-মুশফিকের খুলনা বনাম বরিশাল

জয় পেতে তাই আজ একাদশে পরিবর্তন দিয়েই মাঠে নামছে সাকিবের বরিশাল। মিরপুর পর্ব একদমই ভালো কাটেনি মুশফিকুর রহিমের। ২টি ইনিংস খেলেন সেখানে দিনের দ্বিতীয় ম্যাচে যখন ব্যাটিং তুলনামূলক সহজ তারপরও ছিলেন ব্যর্থ।

তবে চট্টগ্রামে এসেই পেলেন রানের দেখা ব্যাট হাতে খেললেন অনেকটা সময়। মুশফিক বলেন তিনি উপভোগ করেছেন নিজের ব্যাটিং। শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচে মুশফিক আউট হন ৬ রান ও ১১ রান করে।

চট্টগ্রাম এসে নেটে অনুশীলন করেন টানা আড়াই ঘন্টা। সেই অনুশীলন কাজে লাগলো ভালোভাবেই পেয়েছেন রানের দেখা। মাঠে নেমে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩০ বলে চারটি ৪ ও ১টি ছক্কায় ৩০ বলে ৪৪ রানে।

দিনের ২য় ম্যাচে আজ মুখোমুখি হবেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে। মুশফিকের চাওয়া এই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে সামনে ও যেন ভালো করে এগোতে পারি। ছেলেরা এই উইকেটে যে ভাবে বল করেছে সেটা এক কথায় অসাধারণ। এবং দারুন ছিল ফিল্ডিংও, আমরা জানতাম এই উইকেটে সহজ হবে না।

তাই আমরা যত কম রানে সম্ভব বেঁধে রাখার চেষ্টা করেছি। আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে টি-টোয়েন্টিতে একজন বড় কিংবা একজন ব্যাটসম্যান সবসময় ম্যাচ জেতাতে পারে না। সম্মিলিত ভাবে সবাই ভালো করে ধারাবাহিকভাবে জেতা যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ