ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিপিএল অষ্টম আসরের সর্বচ্চো রানের টার্গেট দিল চট্টগ্রাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৯ ১৯:১৭:৪৫
বিপিএল অষ্টম আসরের সর্বচ্চো রানের টার্গেট দিল চট্টগ্রাম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে প্রতিপক্ষের সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। উদ্বোধনী জুটিতে ৫ ওভারের আগেই তারা যোগ করেন ৬২ রান। যেখানে সিংহভাগ অবদান ছিল জ্যাকসের।

চলতি বিপিএলের দ্রুততম ফিফটি হাঁকান জ্যাকস। তবে ফিফটির পরই আউট হন তিনি। এর আগে ১৯ বলে খেলেন ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস। লুইস অবশ্য এদিনও ব্যাট হাতে কিছু করতে পারেননি। ১২ বলে করেন ৮ রান।

এরপর যারাই নেমেছেন, খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন বেনি হাওয়েল।

বাকীদের মাঝে আফিফ হোসেন ২৮ বলে ৩৮, সাব্বির রহমান ২৯ বলে ৩১, নাঈম ইসলাম ৭ বলে ৮ ও মেহেদী হাসান মিরাজ ৪ বলে অপরাজিত ১৩ রানের ইনিংস খেলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ