ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মোঃ রাজিব আলী:

সাব এডিটর

W.W.W. মুস্তাফিজের থেকেও ভয়ংকর বোলার খুঁজে পেল বিসিবি, অভিষেক ম্যাচেই করলেন হ্যাটট্রিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৯ ২২:০৩:২৯
W.W.W. মুস্তাফিজের থেকেও ভয়ংকর বোলার খুঁজে পেল বিসিবি, অভিষেক ম্যাচেই করলেন হ্যাটট্রিক

এরপর সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন আর রবি বোপারা কে দারুণ এক ইয়র্কার করে বোল্ড করে দিয়ে নিজের হ্যাটট্রিক পূরন করেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় হ্যাটট্রিকের পর আর ম্যাচে ফিরতে পারেনি সিলেট। যদিও বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ ছিল সিলেটের। দলীয় ৯ রানে লিন্ডন সিমেন্স ফিরলে।

২য় উইকেটে ১১২ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় কলিন ইনগ্রাম। সেই ভয়ংকর এনামুলকে দিয়েই শুরু করেছিলেন মৃত্যুঞ্জয়। দুর্দান্ত এই তরুন বোলার প্রমাণ করে দিলেন তিনি কতটা ভয়ংকর। এক ওভারেই ধুলিসাত করে দিলেন সিলেটের জয় স্বপ্ন।

এই মৃত্যুঞ্জয় বাংলাদেশের ভবিষ্যৎ তারকা বোলার। পূরন করতে পারেন বাংলাদেশর বিশ্ব মানের পেস বোলারের ঘাটতি। বিসিবি হয়তো এমন রতনোকে হারাতে চায়বে না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ