ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রাগে ক্ষোভে চট্টগ্রামে দলকে রেখেই ঢাকায় ফিরছেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ৩০ ১৪:৩১:৫০
রাগে ক্ষোভে চট্টগ্রামে দলকে রেখেই ঢাকায় ফিরছেন মিরাজ

খেলা শুরুর আগে দুপুরে মিরাজকে ডেকে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির জানান, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তিনি অধিনায়কত্ব করতে পারবেন না। দলের এমন সিদ্ধান্তে বিব্রত মিরাজ। দল ছেড়ে মিরাজ আজ ঢাকায় ফিরে আসতে পারেন বলে তার ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে।

চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের সিদ্ধান্তে অধিনায়ক পরিবর্তন করা হয়েছে বলে জানান দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম। চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার আগে অধিনায়ক পরিবর্তন করে গেছেন তিনি। কাউন্টি দল লেস্টারশায়ারের দায়িত্ব পালন করতে মাঝপথেই চট্টগ্রামের দায়িত্ব ছেড়েছেন নিক্সন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ