ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মাশরাফিকে বোলিং কোচ বানালেন এবাদত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ৩০ ১৭:৪৩:১০
মাশরাফিকে বোলিং কোচ বানালেন এবাদত

ঢাকার অনুশীলনগুলোতে তরুণ পেসারদের প্রায়ই দেখা যায় মাশরাফির সাথে কথা বলতে। বলাবাহুল্য, দলটির পেস আক্রমণের মধ্যমণি এখনও মাশরাফি। দেশের অন্যতম সেরা এই পেসার ফিটনেস দিয়ে ক্যারিয়ারজুড়েই চমক দেখিয়ে গেছেন। এবারও বিপিএলের জন্য ওজন কমিয়েছেন অবিশ্বাস্যভাবে।

সেই মাশরাফিকে কাছ থেকে দেখা মানেই শেখার সুযোগ। এবাদত সেই সুযোগ কাজে লাগাচ্ছেন দুহাত ভরে। তিনি বলেন, ‘মাশরাফি ভাই প্রথম যেদিন একাডেমি মাঠে আসলেন সেদিনই তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছিলাম। শেখানোর জন্য তারও আগ্রহ আছে। উনি এত বছর ধরে খেলছেন, উনার এক্যুরেসি ও স্লোয়ার এত ভালো। এমন একজন সিনিয়র খেলোয়াড় দলে থাকলে আমাদের জন্য ভালো। গত ম্যাচেও আমি বল করার সময় তিনি মিড অন থেকে অনেক ভালো সাপোর্ট করছিলেন। এটা আমাদের জন্য বড় একটা জিনিস।’

এবাদত এখন দেশের ক্রিকেটের উঠতি এক তারকা। টেস্ট দলে তার জায়গা পাকাপোক্ত হলেও এখনই অভিজ্ঞ তকমা লাগানোর সুযোগ নেই। মাউন্ট মঙ্গানুই টেস্টের জয়ের নায়ক জানালেন, কঠোর পরিশ্রমের কারণেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে যে ম্যাচ আমরা জিতেছি ঐ ম্যাচের উইকেট আমাদের মতই ছিল। আমার যে স্ট্রেন্থ, ঐ উইকেট ৩-৪ নম্বর দিনে এমনই হয়ে গিয়েছিল। যার কারণে শক্তির জায়গা অনুযায়ী বল করতে পেরেছি।’

সেই সাথে শেখার চেষ্টায়ও কোনো কমতি নেই এবাদতদের। তিনি বলেন, ‘হয়ত টেস্টে এখনও এত ভালো দল হয়ে উঠতে পারিনি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি শেখা যায়। সেভাবে ব্যক্তিগত কোনো লক্ষ্য আপাতত তৈরি করিনি। তবে দেশের জন্য ভালো কিছু করতে চাই।’

এবাদত আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ বছরের শুরুটা খুব ভালো করেছি। দল হিসেবে খুবই ভালো খেলেছি। সবার মধ্যে ভালো করার ক্ষুধা ছিল। সবাই ওখানে কষ্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে জেতা সহজ না। অনেক কঠোর পরিশ্রম করায় ফলাফল আমাদের পক্ষে এসেছে। আমরা আস্তে আস্তে এগোতে চাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ