ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কোলপাকে সুযোগ চেয়েছিলাম, টাকা নয়: হার্মার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ৩০ ২৩:০৭:০৭
কোলপাকে সুযোগ চেয়েছিলাম, টাকা নয়: হার্মার

২০১৫ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন হার্মার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও নানান কারণে জাতীয় দলে আর সুযোগ পাওয়া হয়নি তার। এক পর্যায়ে নিজ দেশের ক্রিকেটের কোটা পদ্ধতি, পরিবার আর ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কথা ভেবে কোলপাক চুক্তিতে যান তিনি।

হার্মার বলেন, 'কোলপাকে যাওয়া ক্রিকেটারদের বরাবরই অন্য চোখে দেখা হয়। আমরা টাকার জন্য জাতীয় দল থেকে মুখ ঘুরিয়ে নিই, এসবও শুনতে হয়। আমি আমার ক্যারিয়ারের কথা ভেবেছি, আমার পরিবারের কথা ভেবেছি।'

'আমার জন্য এটা শুধুমাত্র খেলার সুযোগ পাওয়া। আমি সবসময়ই খেলার সুযোগ চেয়েছি, টাকা নয়। আমাকে সুযোগ দাও, আমি দেখিয়ে দেব যে আমি কতোটা ভালো। আমি অনেক লড়াকু মানসিকতার একজন। আমি সহজে হার মানি না।'

২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া এ ক্রিকেটার প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সাতশ'র বেশি উইকেট আছে তার।

কোলপাক চুক্তিতে গিয়ে আবারও দক্ষিণ আফ্রিকা দলে ফিরে আসা তৃতীয় ক্রিকেটার হলেন হার্মার। এর আগে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরেন ওয়েইন পার্নেল ও টেস্ট দিয়ে ডুয়েন অলিভিয়ের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ