ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিপিএল: শেষ হলো কুমিল্লা বনাম চট্টগ্রামের মধ্যকার ম্যাচের টস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ৩১ ১২:০৯:৩৫
বিপিএল: শেষ হলো কুমিল্লা বনাম চট্টগ্রামের মধ্যকার ম্যাচের টস

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক নাঈম ইসলাম।

চলতি আসরে এখন পর্যন্ত মাত্র দুটি মাচ খেলেছে কুমিল্লা। বাকি সব দলই খেলেছে ন্যুনতম চারটি করে ম্যাচ। তবুও টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। জিতেছে দুই ম্যাচের দুটিতেই। আজকের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে দলটি।

আজ জয় পেকেই শীর্ষে উঠবে কুমিল্লা। অন্যদিকে হারলে শীর্ষ থেকে দুইয়ে নেমে আসবে চট্টগ্রাম। তবে মাঠের খেলায় সবার মন জয় করলেও মেহেদী হাসান মিরাজের সঙ্গে ক্যাপ্টেন্সি ইস্যুতে মাঠের বাইরে বাজে অবস্থায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় পাওয়া চট্টগ্রাম হার দিয়ে আসর শুরু করেছিল। এরপর টানা দুই ম্যাচ জেতা, পুনরায় হার এবং সবশেষ ম্যাচ জিতেছে তারা। আজকের ম্যাচ জয় দলের গুমোট পরিবেশ অনেকটাই দূর করে দিতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ