ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ ‘ফিনিশড প্রোডাক্ট’ নয়: হোল্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০১ ১০:৩৯:০১
ওয়েস্ট ইন্ডিজ ‘ফিনিশড প্রোডাক্ট’ নয়: হোল্ডার

টানটান উত্তেজনার এক টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো। পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা থাকার পর শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের এই সাফল্যের নেপথ্যে ক্রিকেটারদের ঐক্যের বিষয়টি সামনে এনেছেন হোল্ডার। তিনি বলেন, ‘আমি খুব কাছে থেকেই অনুভব করি, এই দলটি খুব, খুবই দীর্ঘ সময়ে একসঙ্গে আছে। সত্য করেই বলছি, আমি মিটিং আর ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে যে অবদান রাখার প্রবণতা দেখেছি, এমনকি কারো যদি কোনো সিদ্ধান্ত পছন্দ নাও হয়, তবু সবাই সেটা মেনে নিয়েছে।’

এই ক্যারিবীয় দলের মধ্যে ‘সব’ আছে। শুধু ধারাবাহিকতাটা ফিরিয়ে আনতে হবে, মনে করেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ দল ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে, এমনটা মানেন না এই অলরাউন্ডার।

হোল্ডার বলেন, ‘সেই ছেলেদের জন্য সমবেদনা, যারা সুযোগ পায়নি কিন্তু কখনই তা প্রকাশ করেনি। আমি কাউকে মনমরা হয়ে থাকতে দেখিনি। এটি আমাদের মধ্যে বন্ধুত্ব এবং দলের শক্তি সম্পর্কে অনেক কিছু বলে। আমি মনে করি না ওয়েস্ট ইন্ডিজ একটি ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে। আমাদের শুধু ধারাবাহিক হওয়ার চেষ্টা করতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ