ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সুপার ওভার: ৩২০ রানের অবিশ্বাস্য ওয়ানডে ম্যাচে সুপার ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০১ ১১:২৮:১৮
সুপার ওভার: ৩২০ রানের অবিশ্বাস্য ওয়ানডে ম্যাচে সুপার ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস , দুই জনেই ২৫ রান করেন। অধিনায়ক সুনে লাস ৫২ বলে ৪৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস উপহার দেন। এরপরেই কার্যত ধস নেমে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডারে। ফলস্বরুপ ৪০.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল।

১৬১ রানের জয়ের লক্ষ্যে নেমে দলীয় মাত্র ৮ রানে রাশাডা উইলিয়ামসের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ডিয়েন্দ্রা ডটিন ৩১ বলে ৩৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। স্টেফানি টেলর ২১, চেডিয়ান নেশান ৩৫ এবং চিনেলে হেনরি ২৬ রান করে আউট হওয়ার পরে উইন্ডিজ বাহিনী ৩৭.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ব্যাট করতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন ডটিন। তিনি মাত্র ৫ বল খেলেই ১৯ রান করেন। অন্যদিকে, সুপার ওভারের শেষ এবং একটিমাত্র বল খেলার সুযোগ পেয়ে তাতেই ম্যাথিউজ ছক্কা হাঁকান। ফলে ৬ বলে ২৫ রান করতে সমর্থ হয় উইন্ডিজ দল।

২৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে অত্যন্ত ভালভাবে শুরু করে প্রোটিয়া বাহিনী। প্রথম বলেই ছয় হাকান ট্রাইঅন। ৫ বলে ট্রাইঅন এবং ব্রিটস ১৭ রান করতে সমর্থ হন। শেষ বলে ব্রিটন আউট হয়ে গেলে সুপার ওভারের লড়াই জিতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে ক্যারিবিয়ান মহিলা বাহিনী।

প্রসঙ্গত, এটিই যুগ্মভাবে সুপার ওভারে সর্বাধিক রান। এর আগে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপারে উইন্ডিজ পুরুষ দলও ২৫ রান করেছিল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ