ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সাকিব গেইলদের বরিশালের দেওয়া পরপর ডাবল ধাক্কায় দিশেহারা মুশফিকের খুলনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০১ ১১:৫৯:৫২
সাকিব গেইলদের বরিশালের দেওয়া পরপর ডাবল ধাক্কায় দিশেহারা মুশফিকের খুলনা

টস জিতে ব্যাটিংয়ে নামে বরিশাল, শুরুতেই চমক দিয়ে মাঠে নামে তারা। প্রথমবারের মতো গেইলের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন ব্রাভো। ২ উইন্ডিজ ক্রিকেটারের হবে তারকা হবে চার-ছক্কার ফুলঝুরি।

এমন প্রত্যাশা ছিল শুরু থেকেই, তবে সে আশা ভেঙে দেন প্রথমবারের মতো খুলনার একাদশে সুযোগ পেসার খালেদ আহমেদ। তার বোলিং তোপে ৯ রানে আউট হন ব্রাভো। সঙ্গী হারিয়ে গেইলও তেমন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে ৪৫ রান করলেও সেই ম্যাচে তেমন কিছু না করেই খালেদের বলে আউট হন গেইল।

এরপরেই দলের ২৪ রানের মাথায় রান আাউট হয়ে মাঠ ছাড়েন তৌহিদ হৃদয়।পরপর তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। দলের বিপদের সময়ে মাঠে নামেন অধিনায়ক সাকিব আল হাসান । শান্তকে সাথে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তারা। এরপর বরিশালের চতুর্থ উইকেটে তুলে নেন কামরুল ইসলাম রাব্বি।

সেই ম্যাচে ৪১ রান করে আউট হন সাকিব। এরপর বেশীক্ষণ টিকতে পারেনি শান্ত ৪৫ রান করেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপরে আর কেউ তেমন খেলতে না পারায় ১৪৫ রানে থামতে হয় বরিশালকে।

জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে মাত্র ২২ রান করে খুলনা। এবং দলীয় ২৩ রানে সৌম্যর উইকেট হারায় খুলনা। এরপর আউট হন আন্দ্রে ফ্লেচার উইকেটের পর সেই চিরচেনা রুপে সবাইকে মাতিয়ে রাখেন ব্রাভো। যার ফলে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা।

দলের বিপদের সময়ে মুশফিকের ৩৩ রানের সঙ্গে ৫৭ রানের একটি ইনিংস উপহার দেন ইয়াসির আলী রাব্বি। তারপরেও দলের হার এড়াতে পারেননি। ১৩৯ রানেই শেষ হয় খুলনার ইনিংস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ