ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

৫০, ৫২, ৩, ১১১*, ৪৬ এরপরও তামিমকে নিয়ে যা বললেন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০১ ২০:২৮:৫৯
৫০, ৫২, ৩, ১১১*, ৪৬ এরপরও তামিমকে নিয়ে যা বললেন নান্নু

বিপিএল চলাকালীন হঠাত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানান, তামিম আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে চান না। এরপর তামিম ইকবাল ঘটা করে জানিয়ে দেন, অন্তত ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাবতে চান না।

চলতি বিপিএলে এমন পারফরম্যান্সের পর নিশ্চয় সবার বোধগম্য হয়েছে তামিমকে দলে ফেরানো দরকার। যেমনটা দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নুকে চট্টগ্রামে প্রশ্ন করা হয়েছে, যে পারফরম্যান্স, তাতে তিনি ছুটি না নিলে, নির্বাচক হিসেবে কি তাকে দলে চাইতেন? এমন প্রশ্নের উত্তরে নান্নু বলেছেন, ‘অবশ্যই, অবশ্যই দলে চাইতাম।’

বিপিএলের পরই রয়েছে আফগানিস্তানের সঙ্গে সিরিজ। ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তামিম ইকবাল যেভাবে রানে ফিরেছেন তাতে তামিমকে দলের চাইতেন কী না এ নিয়ে নান্নু বলেছেন, ‘অবশ্যই দলে চাইতাম। সেরা পাফর্মারকে তো সেরা সময়ে পাওয়ার একটা চিন্তা নির্বাচকদের থাকে। সেরা সময়ে, সেরা খেলোয়াড়টাকেই তো আমরা চাই। যেটা আমাদের দেশের জন্য দরকার।’

তবে তামিমকে দলে ফেরানোর আলোচনা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক।

‘ওকে আমরা অনুরোধ করছি, ওর সঙ্গে আমরা আলোচনা করছি কীভাবে আবার তাড়াতাড়ি নিয়ে আসা যায়। এখানে আরেকটা ব্যাপার আছে, ২০২২ সালে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে অনেকটা সময়। এই বছরের সূচি আমি যত টুকু দেখেছি তাতে স্রেফ ৭ দিনের বিরতির পরই কিন্তু আবার খেলা হবে। সুতরাং পরপর অনেক খেলা আছে। সুতরাং সেগুলোও মাথায় রাখতে হবে। চিন্তা-ভাবনা করে ও সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ