ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১০:৪৩:২১
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার

বুধবার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লাকমল আনুষ্ঠানিকভাবে লঙ্কান বোর্ডে অবসরের ঘোষণা দিয়েছেন, ভারত সফরের পর তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান না।

বোর্ডকে দেয়া সেই চিঠিতে লাকমল লিখেছেন, ‘মাতৃভূমির প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় এবং আমার ওপর ভরসা রাখায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি আমি যারপরনাই কৃতজ্ঞ৷ ব্যক্তিগত এবং পেশাদারী ক্যারিয়ারের উন্নয়ন সাধনে এমন একটা বোর্ডকে পাশে পাওয়া আমার জন্য বিশেষ কিছু ছিল৷ আমার সকল সতীর্থ, কোচ, টিম ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমার সম্মান ও কৃতজ্ঞতা।’

লঙ্কান গতিতারকার অবসর প্রস্তাব সাদরে গ্রহণ করেছে তার ক্রিকেট বোর্ডও৷ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান অ্যাশলে ডি সিলভা স্মরণ করতে ভুলেননি শ্রীলঙ্কার জার্সি গায়ে লাকমলের অবদানের কথাও৷ বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটে সুরাঙ্গা লাকমল উল্লেখযোগ্য অবদান রেখেছেন৷ আন্তর্জাতিক এবং জাতীয় ক্যারিয়ার জুড়ে তার অসাধারণ কিছু স্পেল ছিল৷ লঙ্কান ক্রিকেটে তার অবদানগুলো সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ভারতে শেষ হতে যাওয়া লাকমলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল এই ভারতের বিপক্ষেই৷ ২০০৯ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষের একদিনের ম্যাচ দিয়ে প্রথমবারের মত শ্রীলঙ্কার জার্সি গায়ে জড়িয়েছিলেন সুরাঙ্গা লাকমল৷ ২০১৮ সালে বল টেম্পারিংয়ের জন্য দিনেশ চান্দিমাল নিষিদ্ধ হলে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগও পেয়ে যান তিনি।

পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে সুরাঙ্গা লাকমল বেশ সফলই ছিলেন৷ তার নেতৃত্বে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে শ্রীলঙ্কা। ৬৮ টেস্ট, ৮৬ ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করে লাকমল ঝুলিতে পুরেছেন মোট ২৮৫টি উইকেট।

আগামী ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ভারত সফর। ১৩ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ