ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: মেসিকে ধুয়ে দিলেন পিএসজির ‘গোলরক্ষক’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৫:০১:৪৪
ব্রেকিং নিউজ: মেসিকে ধুয়ে দিলেন পিএসজির ‘গোলরক্ষক’

ওই ম্যাচে নেইমার জুনিয়র, অ্যাঙ্গেল ডি মারিয়াসহ দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। দলটি খেলেতে নামে মেসির নেতৃত্বে। ম্যাচে তার সহকারী ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু বড় দুই তারকার উপস্থিতির পরও টুর্নামেন্টে টিকে থাকতে পারল না পচেত্তিনোর দল।

আট বছর পর প্রতিযোগিতার শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ায় হতাশ পিএসজি। ক্লাবের সাবেক গোলরক্ষক জেরোমি আলোনজো তো রীতিমতো ক্ষুব্ধ। ক্ষোভ আর হতাশা প্রকাশ করতে গিয়ে মেসিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন ক্লাবের সাবেক ফুটবলার। আর্জেন্টাইন সেনসেশনের নেতৃত্বগুণ ও নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বুধবার রাতে সংবাদমাধ্যমকে আলোনজো বলেছেন, 'আমার মনে হয় উদাহরণ হিসেবে মেসিকে আরো ভালো নেতা হতে হবে। আচরণ এবং খেলার মাধ্যমে তা প্রকাশ করতে হবে। যেমনটা আগে মাঝে মধ্যে দেখা যেত। কিন্তু ম্যাচে মেসির মনোভাব দেখে মনে হয়নি ম্যাচটা তার নেতৃত্বে খেলা হচ্ছে। আমি বলছি এটা একজন খেলোয়াড়ের সমস্যা।'

পিএসজির সাবেক গোলরক্ষক যোগ করেন, 'আমি জানি না খেলোয়াড়টি উদ্বিগ্ন কিংবা অন্যকিছু নিয়ে ভাবছে কিনা। এটা বলার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারছি না সে বার্সেলোনা ছেড়ে আসার শোকে কাতর কিনা...। মেসির বিষয়ে আমি সবকিছু পরিষ্কার করতে চাই না। যদিও নিঁসের বিপক্ষে মেসিকে বড় বাধার সম্মূখীন হতে হয়েছে।'

পিএসজিতে এ পর্যন্ত ১৮ ম্যাচে ছয়টি গোল করেছেন মেসি। এর মধ্যে ফ্রেঞ্চ লিগে তার গোল মোটে একটি। তবে লিগ ওয়ানে ছয়টি অ্যাসিস্ট আছে মেসির। যিনি পিএসজির তারকার সমালোচনা করছেন তিনি অবশ্য বড় মাপের কোনো ফুটবলার নন। পিএসজিসহ ফ্রান্সের পাঁচটি ক্লাবে খেললেও কখনো জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি আলোনজোর।

১৯৯০ সালে নিঁসের হয়ে ক্যারিয়ার শুরু করার ২১ বছর পর নঁতের জার্সিতে অবসরে নেন তিনি। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্যারিসেই বেশির ভাগ সময় কেটেছে তার। ২০০১ সালে পিএসজিতে যোগ দেন আলোনজো। প্যারিসিয়ানদের হয়ে সাত বছরের ক্যারিয়ারে মোটে ৭১টি ম্যাচ খেলেছেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ