ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সেরা ফুটবলারকে ছাড়াই বার্সার দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৫:২৪:২৮
সেরা ফুটবলারকে ছাড়াই বার্সার দল ঘোষণা

আলভেজ ছাড়াও শীতকালীন দলবদলে আরও তিনটি সাইনিং করেছে বার্সেলোনা। এরা হলেন ফেররান তরেস, আদামা ত্রাওরে ও পিয়েরে এমেরিক অবামেয়াং। ৩৮ বছর বয়সী রাইট ব্যাককে ছাড়া বাকি তিনজনকে ইউরোপার মিশনে রেখেছেন কাতালানদের কোচ। এছাড়া আক্রমণভাগে রাখা হয়েছে উসমান ডেম্বেলেকে।

আলভেজ স্কোয়াডে জায়গা না পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রধান হল তার বিকল্প। রাইট ব্যাকে বার্সেলোনার খেলোয়াড়ের অভাব নেই। তাই সাবেক সাও পাওলো তারকার না নিয়ে সার্জিনো দেস্ত, অস্কার মিনগেসা, রোনাল্ড আরাহো, সার্জিও রবার্তোদের দিয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর ছক বানিয়েছেন জাভি।

চলমান মৌসুমে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার অবস্থা ভালো নয়। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে ক্লাবটি। লিগ শিরোপা জয়ের স্বপ্ন তাদের অনেক আগেই শেষ হয়েছে। এখন কোনভাবে শেষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই কাতালানদের মূল লক্ষ্য।

শেষ চারে থেকে লিগ শেষ করতে হলে সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস, এই তিন দলের একটিতে পেছনে ফেলতে হবে বার্সেলোনাকে। এমন সমীকরণ সামনে রেখে স্পেনের শীর্ষ লিগেই যত নজর জাভির দলের। এজন্য ইউরোপা লিগের বাড়তি চাপ না দিয়ে লা লিগাতেই বুড়ো আলভেজকে খেলাতে চায় ব্লুগ্রানাররা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ