ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শেষ হলো টস, হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা বনাম চট্টগ্রাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৭:২০:৫৬
শেষ হলো টস, হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা বনাম চট্টগ্রাম

পয়েন্ট টেবিলের দ্বিতীয় পঞ্চম স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক নাঈম ইসলাম।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচ টানা জয়ের পর মিনিস্টার ঢাকার কাছে শেষ ম্যাচটি হেরেছিল তারা। তবে আজকের ম্যাচ জিতলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে তারা।

অন্যদিকে চট্টগ্রামের শুরুটা ভালো হলেও আসরের মাঝ পথে নিজেদের হারিয়ে খুঁজছে তারা। একপর্যায়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি। কিন্তু মেহেদী হাসান মিরাজের সঙ্গে অধিনায়কত্ব বিষয়ক জটিলতার পর থেকেই দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী।

এমতাবস্থায় আজকের ম্যাচে দুই দলই জয় পেতে চাইবে। তাই দারুণ এক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছেন দর্শকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ