বৃষ্টি কারনে চট্টগ্রাম ও কুমিল্লা ম্যাচ বন্ধ : দেখেনিন বৃষ্টি আইন কি, কিভাবে হিসেব করা হয়

এই আইনের পরিবর্তেই তখন আরো একটি আইন প্রবর্তনের প্রয়োজন পড়ে, আর সেই আইনের প্রবক্তা হিসেবেই আসেন বৃটিশ নাগরিক – পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং গণিতজ্ঞ টনি লুইস। তবে এবার সমস্যা যেটা হলো, এই আইন রীতিমত দুর্বোধ্য কিছু সমীকরণ মেনে চলে। ফলে এই আইন বুঝে উঠতে পারাটা খুব সহজ কোনো ব্যাপার নয়! এমনকি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও নিজের মুখে স্বীকার করেছিলেন, ‘আসলে এই আইনটা আমি খুব একটা ভালো করে বুঝি না!’
তবে এটা বুঝতে যে একেবারে রকেট সায়েন্সের প্রয়োজন, সেটাও কিন্তু নয়! ক্রিকইনফো একটা ফিচার ভিডিও রিলিজ করেছিলো, যেখানে বেশ সহজ এবং পরিষ্কার করেই বুঝিয়ে দিয়েছে ডিএল মেথড।
প্রথমত, বৃষ্টি বা অন্যান্য যেকোনো কারণে যদি ম্যাচের পুরো ৫০ ওভার শেষ করা না যায়, তাহলে সে মুহুর্তে ডিএল মেথড ব্যবহার করা হয়। তবে বলে রাখা ভালো, যদি ম্যাচে কোনো বল গড়ানোরআগেই বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচ ঘোষণা করা হয় এবং উভয় পক্ষকেই রিডিউসড ওভার খেলতে দেয়া হয় এবং ম্যাচের মধ্যে আর কোনো ওভার কাটা না লাগে, সেক্ষেত্রে ডিএল মেথড প্রযোজ্য হবেনা। এই মেথড ওয়ানডে এবং টি টুয়েন্টি ক্রিকেটে ব্যবহার করা হয়, তবে আপাতত এই আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো শুধু ওয়ানডে ক্রিকেটের মধ্যেই।
কিন্তু এটা আসলে কীভাবে কাজ করবে? ২০ ওভারে যদি কোনো দল ১২০ রান করে, তাহলে প্রতিপক্ষ দলকে ১০ ওভারে কত টার্গেট চেজ করতে হবে? ১২০ রানের অর্ধেক রান নিশ্চয়ই, ৬০?উত্তর হলো, না! এখানেই আসবে বৃষ্টি আইনের মারপ্যাঁচ। চলুন শুরু করা যাক রোলার কোস্টার জার্নি, দেখি কোথায় গিয়ে থামা যায়!
ডিএল মেথডে একটি দলের হাতে রিসোর্স থাকে দুইটিঃ ওভারসংখ্যা এবং উইকেট। মাত্রই একটি সিনারিও বলা হলো, যেখানে এক দল ২০ ওভার ব্যাটিং করে ১২০ রান করার পর বৃষ্টি নেমেছে। ফলে প্রতিপক্ষ দলকে এই মুহুর্তে রান তাড়া করতে হবে ১০ ওভারে, আর যেহেতু ওভার (অর্থাৎ রিসোর্স) কমে গেছে কিছুটা, সুতরাং টার্গেটও কমতেই হবে। সুতরাং নিঃসন্দেহে টার্গেট হতে হবে ১২০ রানের চেয়ে কম।
কিন্তু সেটা কেন ৬০ হবে না? কারণ কিছুক্ষণ আগেই বললাম, ওভারের পাশাপাশি উইকেটও আরেকটা রিসোর্স। কার্টেল ওভার হয়ে গেলেও উইকেট কিন্তু প্রতিপক্ষের হাতে দশটাই রয়েছে। সুতরাং প্রতিপক্ষ এদিক থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজে আছে, তাঁরা কিছুটা হলেও ঝুঁকি নেওয়ার সুযোগ পাবে।
এখানে আরেকটা জিনিসের প্রতি কিছুটা লক্ষ্য রাখা উচিত, টার্গেট এবং পার স্কোর দুটো কোনোমতেই একই ব্যাপার নয়। সম্প্রতি চট্টগ্রাম ও কুমিল্লা ম্যাচটির কথাই ধরা যাক।
এখন প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের ১৫ ওভার শেষ হয়ে যাওয়ার পর যদি বৃষ্টি নামতো, তাহলে টার্গেট কত হতে পারতো?
এইখানেই আসবে পার স্কোরের ধারণা, যেখানে চেক করা হবে চট্টগ্রামের কতগুলো ওভার খেলেছে এবং কতগুলো উইকেট হারিয়েছে। আর এর উপরই নির্ধারণ করা হবে চট্টগ্রামকে শেষ পর্যন্ত কত করতে হবে।
সুতরাং, আমরা যতটুকু শিখতে পারলাম, সেটা হচ্ছে, কোনো একটা ম্যাচে ডিএল মেথড যদি ব্যবহার করতে হয়, তবে মাথায় রাখতে হবে তিনটা ব্যাপারঃ এক, টার্গেটে ব্যাটিং করার সময় দলটি কতটুকু সময় পাচ্ছে অ্যাডজাস্ট করার জন্য,
দুই, হাতে কতগুলো ওভার রিসোর্স রয়েছে,
তিন, বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটানোর মুহুর্তে হাতে কতগুলো উইকেট রিসোর্স রয়েছে।
প্রকাশিত ছক বা টেবিলের মাধ্যমে ডি/এল মেথড বা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির সর্বশেষ সংস্করণ ২০০৪ সালে বের হয়। এটি পরিস্কারভাবে পূর্বতন নিয়ম-কানুনের তুলনায় একদিবসীয় ক্রিকেটে বেশী রান গড়তে পদ্ধতির উপযোগীতা, গ্রহণযোগ্যতায় রান ও রিসোর্সের ঘনিষ্ঠ সম্পর্কে আলোকপাত করেছে। এ পদ্ধতির সর্বশেষ সংস্করণ বৃষ্টিবিঘ্নিত অন্যান্য ঘরোয়া বা অভ্যন্তরীণ খেলাগুলোতেও প্রয়োগ করা হয়।
ডিএল মেথড যথেষ্ট জটিল একটা হিসেব, আর তাতে আপাতত এতটুকু হাতেখড়ি দিয়ে রাখতে আপত্তি থাকার কথা নয়। আর যদি আমাদের নিজেদেরই হিসাব করে ফেলতে ইচ্ছে করে, তবে সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো, ডাকওয়ার্থ-লুইস ক্যালকুলেটরও অনলাইনে সহজলভ্য। ফলে যেকোনো সময়ে যেকোনো মুহুর্তে সহজেই হিসেব কষে বলে দেওয়া যাবে, বৃষ্টি আইনে কোন দলের ভাগ্য কোনদিকে ঘুরতে যাচ্ছে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি