ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হঠাৎ বৃষ্টি কারনে বন্ধ ম্যাচ আজ কুমিল্লা ও চট্টগ্রামের খেলা না হলে ফলাফল যা হবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৯:৪৮:০৮
হঠাৎ বৃষ্টি কারনে বন্ধ ম্যাচ আজ কুমিল্লা ও চট্টগ্রামের খেলা না হলে ফলাফল যা হবে

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে দারুণ এগুচ্ছিল চট্টগ্রাম। উইল জ্যাকের বটে ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে একশ পেরিয়ে যায় চট্টগ্রাম। তারপরই বৃষ্টির হানা।

১৩তম ওভারে হঠাৎ বৃষ্টি নামলে দৌড়ে মাঠ ছেড়েছেন দুই দলের ক্রিকেটাররা। বৃষ্টি নামার আগে ১২.৫ ওভারে ২ উইকেটে ১০৭ রান তুলেছে চট্টগ্রাম। উইল জ্যাক অপরাজিত আছেন ৩৩ বলে ৫১ রান করে। তার সঙ্গে ২০ বলে ২৬ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারী। এর আগে ২১ বলে ২৭ রান করে আউট হয়ে গেছেন তিনে নামা আফিফ হোসেন ধ্রুব।

উল্লেখ্য, এখন পর্যন্ত চলতি বিপিএলে ৪ ম্যাচ খেলে ৩টিতে জেতা কুমিল্লা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। অপর দিকে ৭ ম্যাচের তিনটিতে জিতে ছয় দলের লড়াইয়ে চট্টগ্রাম আছে টেবিলের পাঁচে।

বি:দ্র : আজ যদি বৃষ্টি না কমে বা যদি কোন কারনে মাঠে খেলা না গড়ায় তাহলে ফলাফল ভাগ হয়ে যাবে। যার কারন চলতি বিপিএলে কোনও রিজার্ভ ডে রাখা হয়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ