ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে আগাম সতর্কো করে যা বললেন মুজিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ২০:৪৯:৪৬
বাংলাদেশকে আগাম সতর্কো করে যা বললেন মুজিব

আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট পান মুজিব উর রহমান। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করছেন বল হাতে। দেশের জার্সি গায়েও ওয়ানডে সিরিজে জয় নিয়ে পয়েন্ট পাওয়ার আশা করছেন মুজিব। এমনকি বাংলাদেশের স্পিন কন্ডিশন আফগানদের জন্য সহায়ক বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে মুজিব বলেন, ‘হ্যাঁ, আমরা খুশি। আমরা এখানে অনেক সিরিজ খেলেছি। বিপিএলে আমার বোলিং খুব ইকোনোমিক্যাল। বিপিএলের পর বাংলাদেশের বিরুদ্ধে আমাদের সিরিজ আছে। এখানকার স্পিনিং কন্ডিশন নিয়ে আমরা খুশি। এশিয়ার স্পিন কন্ডিশন বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের উইকেট আমাদের জন্য ভালো।’

ওডিআই সুপার লিগে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট আছে বাংলাদেশের। ৬ ম্যাচে ৬০ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে জয় চান মুজিব। তিনি বলেন, ‘বাংলাদেশ, আফগানিস্তানের মতো প্রতিটি দলের ওয়ানডেতে পয়েন্ট দরকার। প্রত্যেক দলের জেতা প্রয়োজন। তিনটি ওয়ানডে আছে।’

সাকিবদের সমীহ করলেও আফগানদের স্পিন আক্রমণে বেশি বৈচিত্র্য রয়েছে বলে জানিয়েছেন মুজিব। তিনি বলেন, ‘বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো। যেমন সাকিব, তারাও খুব ভালো। কিন্তু আমাদের লেগি, রহস্য স্পিনার আছে।’

রশিদ খান, মুজিবকে নিয়ে স্পিনে দাপট দেখাচ্ছে আফগানরা। লেগ স্পিনার রশিদের সঙ্গে নিজের সখ্যতার কথা জানিয়ে মুজিব বলেন, ‘হ্যাঁ, আমরা একসঙ্গে আলোচনা করি যখন ক্যাম্পে থাকি বা লিগ খেলি। আমরা উইকেট, খেলোয়াড় নিয়ে আলাপ করি। তাই আমরা পরস্পর অভিজ্ঞতা ভাগাভাগি করি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ