ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভবিষ্যৎবানী: আকাশছোঁয়া দামে আইপিএলে নিলামে দল পাবেন যে কয়েক জন বোলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৩ ২১:২২:২৭
ভবিষ্যৎবানী: আকাশছোঁয়া দামে আইপিএলে নিলামে দল পাবেন যে কয়েক জন বোলার

আকাশ চোপড়া তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিলামে সবচেয়ে দামি বিদেশি বোলারদের নাম নিয়ে আলোচনা করেছেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ছাড়াও আকাশ চোপড়ার তালিকায় রয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম।

রাবাদা ও বোল্ট উভয়েই মার্কি খেলোয়াড় হিসেবে শীর্ষ দুটি স্থান দখল করেছেন। তবে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা হলেন আকাশ চোপড়ার তৃতীয় পছন্দ।

হাসারাঙ্গা ২০২১ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেছিলেন। আকাশ চোপড়া মনে করেন কম দামে পেলেও ২০২১ সালে হাসারাঙ্গাকে ব্যবহার করতে পারেনি বিরাটের দল

এদিকে ২০২২ আইপিএলের মেগা নিলামে হাসারাঙ্গা তার বেস প্রাইস নির্ধারণ করেছেন ১ কোটি টাকা। আকাশ চোপড়া বলেন যে ‘এটি একটি আউট অফ দ্য বক্স পিক। নিলামের টেবিলে বসে থাকলে হাসারাঙ্গার জন্য যেতাম। সে একজন দুর্দান্ত স্পিনার, সে আপনার চার ওভারের ব্যাঙ্ক। তিনি মাঝখানে এসে চার ওভার বল করবেন। নতুন বলে বোলিংও করতে পারেন তিনি। আরসিবি তাদের সস্তায় কিনলেও ব্যবহার করেনি।’

আকাশ চোপড়া বলেন ফ্র্যাঞ্চাইজিদের হাসারাঙ্গার জন্য অর্থ ব্যয় করা উচিত। ৪-৫ কোটির বিনিময়ে তিনি একজন ভালো বিদেশী বিকল্প হবেন। তিনি একজন বোলার, একজন ব্যাটসম্যান, একজন ফিল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হওয়ার মেজাজ আছে তার। আমার মনে হয় নিলামের জন্য যে কেউ তাকে কেনার কৌশল তৈরি করতে পারে। সঠিক সময়ে হাসারাঙ্গার নাম উঠলে তার জন্য অর্থ ব্যয় করা উচিত বলে মনে করেন আকাশ চোপড়া।

উল্লেখ্য, জাতীয় দল, টি-টেন ও টি-টোয়েন্টি লিগে বর্তমান সময়ে দারুণ পারফর্ম করছেন এই লেগ স্পিনার। এমন কি আইসিসি টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে তিনি এখন নম্বর ওয়ান বোলার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ