ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ছক্কা মেরে নয় এবার ৮ ছক্কা হজম করে নতুন ইতিহাস আফ্রিদির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৩:৩৯:৪৭
ছক্কা মেরে নয় এবার ৮ ছক্কা হজম করে নতুন ইতিহাস আফ্রিদির

গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল আফ্রিদির দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ৪৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে যায় আফ্রিদির দল। প্রথমে ব্যাট করে ইসলামাবাদ চার উইকেটে ২২৯ রান করে। আফ্রিদি একাই দিয়েছেন ৪ ওভারে ৬৭ রান! এটাই পিএসএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে রান খরুচে বোলিংয়ের রেকর্ড। এখনও পর্যন্ত এই 'রেকর্ড' গড়েছেন বাঁহাতি স্পিনার জাফর গোহর, যিনি পাকিস্তানের হয়ে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। তিনি ৬৫ রান দিয়েছিলেন।

এখানেই শেষ নয়, আফ্রিদির মন খারাপের আরও কারণ আছে। পুরো ক্যারিয়ারে ছক্কা মারার জন্য খ্যাত আফ্রিদি গতকাল নিজেই ৮টি ছক্কা হজম করেছেন! এর মাঝে ৫টি ছক্কাই মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান। বিপুল রান দিলেও আফ্রিদি অবশ্য একটা উইকেটও পেয়েছেন। পরে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি আফ্রিদি। একসময়ের এই হার্ডহিটার ৮ বলে ৪ রান করে আউট হন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ