ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আর মাত্র ৬ রান করলেই শচীনকে টপকে নতুন ইতিহাস লিখবেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৮:৪৭:৫৭
আর মাত্র ৬ রান করলেই শচীনকে টপকে নতুন ইতিহাস লিখবেন কোহলি

ভারত, শচীন টেন্ডুলকার সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। ভারতের মাটিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে তার। কিন্তু এখন তা বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন সেটাই হাতছাড়া হওয়ার শঙ্কায়। অবশ্য শঙ্কায় না বলে অপেক্ষায় বলাই ভালো।

রহস্য না করে মূল গল্পে আসা যাক। ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান থেকে ৬ রান দূরে আছেন বিরাট কোহলি। দেশটির মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করতে শচীন সময় নিয়েছিলেন ১২১টি ইনিংস। কোহলীর কাছে সুযোগ রয়েছে ৯৬টি ইনিংসেই সেই রেকর্ড গড়ার।

কোনো অঘটন না ঘটলে শচীনের এই রেকর্ডটি যে কোহলি ভাঙতে যাচ্ছেন তা বলে দেওয়াই যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মাটিতে শচীন ছাড়া আর কোনো ব্যাটারের এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রান নেই।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, শ্রেয়স আইয়ার-সহ ভারতীয় দলের আট জন করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে ভারতীয় দলে মায়াঙ্ক আগারওয়ালকে যোগ করা হয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের তিনটি এক দিনের ম্যাচ হবে আহমেদাবাদে। ৫০ ওভারের ক্রিকেটে এই সিরিজ দিয়েই ১০০০টি ম্যাচ খেলতে চলেছে ভারত। আর কোনো দল এক দিনের ক্রিকেটে এত ম্যাচ খেলেনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ