ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মোঃ রাজিব আলী:

সাব এডিটর

অবিশ্বাস্য রেকর্ড: ওয়ানডেতে ১০০০ হাজারের সামনে দাড়িয়ে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৯:৪৮:২৪
অবিশ্বাস্য রেকর্ড: ওয়ানডেতে ১০০০ হাজারের সামনে দাড়িয়ে ভারত

রোহিতের সামনে এখন অনেক কঠিন পরিক্ষা। এই বছর আছে ২০২২ টি-২০ বিশ্বকাপ। এছাড়াও ২০২৩ সালে আছে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। তাই যেমন শিরোপা জয়ের সুযোগ আছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন শার্মা।

তার আগে নতুন এক মাইলফলোকের সামনে দাড়িয়ে গোটা ভারত বাসী। ভারত বনাম উইন্ডিজ সিরিজের ১ম ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে এই রেকর্ড গড়তে চলেছে ভারত। ১ম ম্যাচে মাঠে নামার সাথে সাথে এক হাজার ওয়ানডে খেলার রেকর্ড গড়ে ফেলবে রোহিত শার্মার ভারত।

ভারত একমাত্র হবে যারা ওয়ানডেতে ১০০০ তম ম্যাচ খেলবে। অন্য কোনো দল এখন পর্যন্ত এক হাজার ওয়ানডের ল্যান্ডমার্কে পৌঁছাতে পারেনি। ৯৯৯ ওয়ানেডে ম্যাচের মধ্যে ৫১৮টি জয় বিপরিতে ৪৩১টি হারের মুখ দেখেছে ভারত। জয় হার শতকরা ৫৪.৫৪। ভারতের পশাপাশি এই রেকর্ড খুব কাছে দাড়িয়ে আছে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ৯৫৮টি ম্যাচ। পাকিস্তান তার পরের অবস্থানে আছে। তারা খেলেছে ৯৩৬টি ম্যাচ।

সিরিজটিতে তিনটি ওডিআই রয়েছে, সবগুলোই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং তারপরে কলকাতার ইডেন গার্ডেনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ