ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য কারণে বিপিএলের মাঝপথেই মিনিস্টার ঢাকাকে বিদায় বলে দিলেন রাসেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৪ ২২:১৬:৫৩
অবিশ্বাস্য কারণে বিপিএলের মাঝপথেই মিনিস্টার ঢাকাকে বিদায় বলে দিলেন রাসেল

বিপিএলের অষ্টম আসরে শুক্রবারই (৪ ফেব্রুয়ারি) ছিল রাসেলের শেষ ম্যাচ। তবে বৃষ্টির কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে একটু মন খারাপই মনে হল দ্রে রাসের।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হল না।’

তবে বিদায়বেলায় রাসেলের প্রত্যাশা, মিনিস্টার ঢাকা জিতবে এবারের বিপিএলের শিরোপা। সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য।

রাসেল বলেন, ‘সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মত দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাস থেকে আমি যুক্ত থাকব।’

‘টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ্‌।’– বলেন রাসেল।

মিনিস্টার ঢাকার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন রাসেল। ব্যাট হাতে করেছেন ৬১ রান, বল হাতে শিকার করেছেন ৮ উইকেট। ব্যাটিংয়ে পুরনো রাসেলের দেখা না মিললেই বোলিংয়ে রাসেল ছিলেন দলের অন্যতম বড় ভরসা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ