ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ব্রেকিং নিউজ: ক্যান্সারে আক্রান্ত নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৩:৫৬:০৬
ব্রেকিং নিউজ: ক্যান্সারে আক্রান্ত নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে গুরুতর হার্ট অ্যাটাক এবং শরীরের নিম্নাঙ্গের প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন কেয়ার্ন্স। সেই অসুস্থতার কারণে রুটিন চেকআপ করাতে গিয়েই এবার অন্ত্রের ক্যান্সার ধরা পড়েছে তার।

যা কেয়ার্ন্সের কাছে রীতিমতো বড় এক ধাক্কা হয়েই এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। যে কারণে এখন আবার নতুন করে সার্জনের ছুরি কাঁচির নিচে যেতে হবে কেয়ার্ন্সকে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে আমার মনে হচ্ছিল, টম ব্র্যাডির অবসরের খবরটিই হয়তো এ সপ্তাহের সবচেয়ে খারাপ বিষয়। কিন্তু এখন জানতে পারলাম, টিবি১২ এর অবসর আসলে যোজন ব্যবধানে দ্বিতীয় হবে।’

কেয়ার্ন্স আরও লিখেন, ‘আমাকে গতকাল জানানো হয়েছে, আমি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। এটি খুবই বড় একটি ধাক্কা। রুটিন চেকআপ করাতে গিয়ে এমন কিছুর আশা করিনি আমি। তাই এখন আবার নিজেকে প্রস্তুত করছি সার্জন ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য।’

গত বছরের আগস্টে হার্ট অ্যাটাক থেকে মহাধমনীর গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন কেয়ার্ন্স। সে সময় সার্জারির টেবিলে মেরুদণ্ডের স্ট্রোকের ফলে তা পা প্যারালাইজড হয়ে যায় এবং লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল।

নিউজিল্যান্ডের হয়ে ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত সময়ে ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলেছেন ক্রিস কেয়ার্ন্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ