ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বিপিএল হয়তো আর দেখা যাবে না তাসকিনকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৫ ২২:২৭:৫১
বিপিএল হয়তো আর দেখা যাবে না তাসকিনকে

ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম, এরপর ঢাকা হয়ে এবার সিলেটে বিপিএল। চতুর্থ পর্বের টানা তিনদিনই ম্যাচ আছে সিলেটের। চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে না খেলা তাসকিন ঘরের মাঠেও কোনো ম্যাচে খেলতে পারবেন না। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির জন্য তাই এটি বড় দুঃসংবাদ।

বিপিএলের পরই ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। তাই ফিজিও তাসকিনকে নিয়ে ঝুঁকি না নেয়ার পরামর্শ দিয়েছেন। এই পেসারের চিকিৎসার দেখভাল করছেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসললাম।এরই মধ্যে বিপিএলের চতুর্থ পর্ব খেলতে সানরাইজার্সরা এখন সিলেটে।

সেখানে পৌঁছে দলটির ফিজিও জয় সাহা বলেন, ‘তাসকিন ভাইয়ের যে বিষয়টা আছে ব্যাক ইনজুরি, চিটাগাংয়ে ম্যাচ শেষে একটা স্টিফনেস চলে আসছে। এরপর কমপ্লেইন করতেছিলো ব্যাক পেইন আসছে। এর পরবর্তীতে আমরা এমআরআই করাই। আগের ইনজুরিটাও দেখা দিয়েছে, এরপর বোর্ডের যে ফিজিও আছেন বায়েজিদ ভাই তার সাথে কথা বলি।’

তাসকিনের চিকিৎসার বিস্তারিত জানিয়ে জয় বলেছেন, ‘তার পরামর্শ অনুযায়ী তার ট্রিটমেন্টটা চলছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছিনা, কারণ সামনে আবার আফগানিস্তান সিরিজ আছে। সে যেনো ওখানে অংশ নিতে পারে সেটাও আমাকে দেখতে হচ্ছে। আল্টিমেটলি সে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ব্যাক পেইন থেকে রিলিফ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাকে খেলাতে পারছিনা।’

বিপিএলের এবারের আসরে সিলেট সানরাইজার্সের হয়ে ৪ ম্যাচে খেলেছেন তাসকিন। এরই মধ্যে তিনি শিকার করেছেন ৫ উইকেট। প্রথম তিন ম্যাচে ইকোনোমিকাল বোলিং করলেও চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বেশ খরুচে ছিলেন তাসকিন। ৪ ওভারে দিয়েছিলেন ৫৩ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ