ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিএসএলে সিঙ্গাপুরি অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিংয়ে টি-২০তে ৩৮৭ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৬ ১১:৫৪:০৪
পিএসএলে সিঙ্গাপুরি অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিংয়ে টি-২০তে ৩৮৭ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

প্রথমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে মৃদু-মন্দ ঝড়, এরপর রীতিমত টর্নেডো বইয়ে দিলেন টিম ডেভিড। পিএসএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসই সৃষ্টি করলেন ডেভিড। তার ব্যাটিং ঝড়ে ২২২ রান করে মুলতান সুলতান। জবাবে ১৬৫ রানে থেমে যায় পেশোয়ার। ৫৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মুলতান।

গতবারের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের হয়ে ব্যাট হাতে একের পর এক ঝড় তুলে যাচ্ছেন টিম ডেভিড। তার দল মুলতান সুলতান্সও রয়েছে এবারের পিএসএলে ভালো ফর্মে। এরই মধ্যে পাঁচ ম্যাচ জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

পরপর তিন ম্যাচে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন টিম ডেভিড। ১৬ বলে অপরাজিত ২৮, ২৯ বলে ৭১ রান করার পরে শনিবার রাতে ১৯ বলে অপরাজিত থাকলেন ৫১ রানে।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। ছক্কার মার ছিল তাতে ১টি এবং বাউন্ডারি ছিল ৮টি। ওপেনার শান মাসুদ করেন ২৫ বলে ৩৫ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন টিম ডেভিড। ২টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৬টি। সর্বশেষ খুশদিল শাহ ৭ বল খেলে করেন ২১ রান। ৩টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করতে সমর্থ হয়েছে মুলতান।

প্রসঙ্গতঃ পাকিস্তান সুপার লিগে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড রয়েছে পেশোয়ার জালমির হজরতুল্লাহ জাজাই এবং কামরান আকমলের। দু’জনই ১৭ বলে এই নজির গড়েছিলেন।

জয়ের জন্য ২২৩ লক্ষ্যে খেলতে নেমে সেভাবেই লড়াই করতে পারেননি পেশোয়ারের ব্যাটাররা। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৬৫ রানেই থামতে হয় তাদের। ফলে ৫৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সুলতান। পেশোয়ারের হয়ে হজরতুল্লাহ জাজাই ৪৩ এবং বেন কাটিং অপরাজিত ৫২ রান ছাড়া কোন ব্যাটার বলার মত রান পাননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ