ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাব এডিটর

চাকরি খোয়ালেন ল্যাঙ্গার, সিলভারউড, ব্যার্থ হওয়ার পরও বহাল তবিয়তে ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৬ ১২:৪৯:১৪
চাকরি খোয়ালেন ল্যাঙ্গার, সিলভারউড, ব্যার্থ হওয়ার পরও বহাল তবিয়তে ডমিঙ্গো

ব্যর্থতার দায় নিয়ে কাঁধে কোচদের সরে যাওয়ার ইতিহাস বিরল নয় বরং অহরহই ঘটে। যেমন ইংলিশ ক্রিকেট দলের কোচ সিলভারউডকে তাই টানা হারা আর অ্যাসেজে বিদ্ধস্ত হওয়ার ঋণ শোধ করতে হয়েছে পদটা ছেড়ে। তবে এর উল্টোটাও ঘটে। গতি বাঁচাতে সাফল্যের নদী শেষ কথা নয়। ভাগ্যরেখা মাঝেমধ্যে একেবারে বিপরীতে হাটে। সিলভারউড এর পুরো উল্টো চিত্র জাস্টিন ল্যাঙ্গার। তার সাফল্য ঝুড়িতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এবারের অ্যাসেজ সিরিজটাও।

তারপরও শেষ রক্ষা হয়নি। অজিদের দুই বড় অর্জন বুঝিয়ে দেয় আর যাইহোক কোচিং জাস্টিন ল্যাঙ্গার নিবেদিত ছিলেন। তার সাধ্যমত সবটুকু দেয়ার চেষ্টা করেছেন। তবুও কেন শেষ রক্ষা হল না। মেয়াদ শেষ করার আগেই তাকে পদটা ছাড়তে হলো। এই প্রশ্নের একটা সুন্দর উত্তর আছে তাহলো সম্পর্ক। মানে খেলোয়াড়দের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারছিলেন না জাস্টিন ল্যাঙ্গার। পরিসংখ্যানের হিসেবে জাস্টিন ল্যাঙ্গার সফল বলা গেলেও দিন শেষে তিনি দারুণ ব্যর্থ হলেন।

কারণ শিক্ষকের বড় অর্জন শিক্ষার্থীর ভালোবাসা। কজন শিক্ষার্থী জিপিএ ৫ পেল। তার চেয়ে বড় কথা স্কুল কিংবা কলেজ ছেড়ে দেওয়ার পর কজন শিক্ষার্থী ওই শিক্ষককে মনে রাখলো। আর যিনি সম্পর্কের ব্যাকরণটায় বোঝেন না তিনি ভাল শিক্ষক হওয়ার যোগ্যতা কোনভাবেই রাখেন না। তিনি ভাল শিক্ষক হতেই পারেন না। প্যাট কামিন্স, টিম পেইন কিংবা অ্যারন ফিঞ্চের মত সিনিয়ার ক্রিকেটাররাই জাস্টিন ল্যাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তাই স্বাস্থ্যকর পরিবেশ ফেরাতে বিশ্বকাপ আর অ্যাসেজ মিশন শেষ করে ল্যাঙ্গার অধ্যায়ের ইতি টানছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিপরিত চিত্রটা বাংলার ক্রিকেটে। দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো যেমন পরিসংখ্যানে ব্যর্থ তেমন ব্যর্থ সম্পর্কেও। উল্টো তার বিরুদ্ধে আছে কূটচাল চেলে খেলোয়াড়দের মধ্যে বিভেদ তৈরি করার অভিযোগটাও। সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলতে ও তিনি সিদ্ধহস্ত গদাধর। তাতেও জানো বিসিবির কোন হেলদোল নেই। ডমিঙ্গো আছেন বাড়ে জামাই আদরে।

ডমিঙ্গোর বিপরীতে দলের বিপক্ষে কথা বলা ক্রিকেটাররাই আছেন বিপদে। তাদেরকে দল থেকে ছেঁটে ফেলতে বিসিবির পূর্ণ সহায়তা পেয়ে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো। ব্যাপারটা একেবারে দারুণ যার বরই তার মাথায় লবন রেখে রাসেল ডমিঙ্গো দিনের-পর-দিন খেয়ে যাচ্ছেন। নিজের মতো করে হেসে হেসে চলেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ