ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শান্তর ব্যাটিংয়ে কোথায় সমস্যা তা ধরতে পেরেছেন নাজমুল আবেদিন ফাহিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৭:৪৫:০৭
শান্তর ব্যাটিংয়ে কোথায় সমস্যা তা ধরতে পেরেছেন নাজমুল আবেদিন ফাহিম

নিয়মিত ওপেনার না থাকায় বিপিএলের প্রথম থেকেই ওপেন করছিলেন শান্ত। প্রথম দুই ম্যাচে রানের দেখা পাননি তিনি। তবে তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। কুমিল্লার বিপক্ষে ভালো খেললেও পরের ম্যাচে দলের সমন্বয় ভারসাম্য রাখতে মিডল অর্ডারে খেলানো হয় তাঁকে।

মিডল অর্ডারে রান পেয়েছেন তিনি। তবে বড় কোনো ইনিংস এখনও খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে এই যুগে অনেক ব্যাটারও রয়েছেন যারা কিনা বড় শট না খেলেই রান পাচ্ছেন। শান্তর ক্ষেত্রে তা হচ্ছে না কেনো তা খুঁজে বের করেছেন ফরচুন বরিশালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।

“কিছু লিমিটেশন তো সবার থাকেই, শান্তর ক্ষেত্রেও তেমনটা রয়েছে। আমার মনে হয় গ্যাপে খেলার ব্যাপারে একটু লিমিটেশন আছে। ও অনেক শট খেলে এবং শটগুলো কিন্তু ফিল্ডারের হাতে যায়। ঐগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি জানি না বলাটা ঠিক হবে না- সামনের ম্যাচে যদি বড় রান করতে পারে, আমি আশা করছি যে ১২৫ এর ওপরে স্ট্রাইক রেট থাকবে। ওর দুর্বলতা নিয়ে আমরা কিছুটা কাজ করেছি।”

এখন পর্যন্ত নিজেদের সঠিক উদ্বোধনী জুটি খুঁজে বের করতে পারেনি বরিশাল। কখনও ওপেন করছেন শান্ত-সৈকত আবার কখনও ওপেনিংয়ে দেখা যাচ্ছেন ডোয়াইন ব্রাভোকে। নাজমুল আবেদিন জানান, ওপেনিং পজিশন একটি পরিকল্পনা করেছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।

“ওপেনারদের নিয়ে আমাদের প্রাথমিক যে পরিকল্পনা ছিল প্রথমে শ্রীলঙ্কা থেকে খেলোয়াড় নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আসতে পারেনি যে কারণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। এই পর্যন্ত আমরা ওপেনিংয়ে যাদের চেষ্টা করেছি, তাঁরা বোধহয় জুটি গড়তে ব্যর্থ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কী করব। এখন থেকে ধারাবাহিক একটা প্যাটার্ন থাকবে আমাদের এবং একটা ব্যাটিং অর্ডার আমরা তৈরি করেছি। যেটা মনে করি আমাদের দলের জন্য সেরা এবং আশা করছি এটা কাজ করবে।”

উল্লেখ্য, চলমান বিপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৩৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাই যায়। ৬ ইনিংস মিলে তাঁর স্ট্রাইক রেট মাত্র ৯১.৭৮!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ