ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

প্রেম নিবেদনের জন্য তাজমহলের থেকে ভাল জায়গা আর নেই: ডিভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৯:৪৪:১৮
প্রেম নিবেদনের জন্য তাজমহলের থেকে ভাল জায়গা আর নেই: ডিভিলিয়ার্স

তা হল সেই দিন আমার পোশাক। এখন ভাবি, কী পরেছিলাম? কী ধরনের জিন্স ছিল ওটা? এখনও শার্টটা আমার কাছে আছে। আমার স্ত্রী ফেলতে দেয়নি। তাই মাঝে মাঝে ওটা আমি পরি।’’

আগে থেকেই প্রেম নিবেদনের পরিকল্পনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ‘‘আগের দিন খেলায় আমরা বড় জয় পেয়েছিলাম। তার পরেই মনে হয়েছিল প্রিয়জনের কাছে প্রেম নিবেদনের জন্য তাজমহলের থেকে ভাল জায়গা আর নেই। খেলার জন্য একটু ক্লান্ত ছিলাম। কিন্তু তার মধ্যেও সে দিনের অভিজ্ঞতা ভুলব না।’’

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলেছিলেন ডিভিলিয়ার্স। তার পর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। গত বছর তিনি জানিয়ে দেন যে আর আইপিএল-এ খেলবেন না। ২০১২ সালে তাজমহলে প্রেম নিবেদনের পরের বছরই ড্যানিয়েলকে বিয়ে করেন ডিভিলিয়ার্স। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ