ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নেই ডমিঙ্গো, সাকিব-তামিমদের খেলা দেখতে সিলেট যাচ্ছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ১০:৪৫:৪৪
নেই ডমিঙ্গো, সাকিব-তামিমদের খেলা দেখতে সিলেট যাচ্ছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

বাংলাদেশ পৌঁছে ইতিমধ্যেই সাকিব-তামিমদের খোঁজখবর নিচ্ছেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের খেলা দেখেছেন তিনি। এবার ক্রিকেটারদের খেলা দেখতে সিলেট যাচ্ছেন জেমি সিডন্স। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল সিলেট পর্ব। জানা গেছে আজ সকালেই সিলেটে যাবেন তিনি।

ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, “এখন জাতীয় দলের খেলা নেই। সিডন্সের ঢাকায় বসে থেকে কাজও নেই। তাই তিনি সিলেটে গিয়ে ক্রিকেটারদের খেলা দেখার সিদ্ধান্ত নেন। সামনেই আফগানিস্তান সিরিজ আছে, তখন বিপিএল দেখার অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবেন।”

সোমবার থেকে টানা তিন দিন সিলেটে বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সবগুলো খেলা মাঠে বসে দেখার কথা রয়েছে তার। গত বুধবার তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসেন। সিডন্স এর আগে ২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সাকিব-তামিমদের কোচ ছিলেন। ২০১১ বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ