ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোহিত শর্মাকে রাজি করালেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ১১:৫৪:১৬
রোহিত শর্মাকে রাজি করালেন কোহলি

ম্যাচে টস হেরে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করেছিল। উইন্ডিজ ইনিংসের ২১ নম্বর ওভারে যুজবেন্দ্র চাহালের সামারা ব্রুকসের ক্যাচ আউটের আবেদন নাকচ করে দেন অন-ফিল্ড আম্পায়ার। এমনকী উইকেটের পিছনে থাকা ঋষভ পন্থও বুঝতে পারেননি যে, বল ব্যাটে খোঁচা লেগেছে কিনা! এরপরই কোহলি এসে রোহিতকে বলেন রিভিউ নেওয়ার জন্য়। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন যে, কোহলির সিদ্ধান্ত সঠিক। সামারা খোঁচাই দিয়েছিলেন। তিনি ২৬ বলে ১২ করে ফিরে যান। ভারত পেয়ে যায় ষষ্ঠ উইকেট।

অন্যদিকে এদিন চাহাল রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন। ১০ ওভারে ৪৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন। মোতেরায় চাহাল দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার ও পঞ্চম দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কেরিয়ারের ১০০ নম্বর আন্তর্জাতিক ওয়ানডে উইকেটটি পেয়ে যান। দেশের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬০ নম্বর ম্যাচে চাহাল উইকেটের সেঞ্চুরি করে ফেলেন।

নিজের স্পেলের প্রথম ওভারে বিগহিটার নিকোলাস পুরনাকে এলবিডব্লিউ করতেই চাহালের লক্ষ্য়পূরণ হয়ে যায়। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্রুততম ১০০ উইকেট পাওয়া ভারতীয়দের মধ্যে চাহালের আগে রয়েছেন- মহম্মদ শামি - ৫৬ ম্যাচ, জসপ্রীত বুমরা - ৫৭ ম্যাচ, কুলদীপ যাদব - ৫৮ ম্যাচ ,ইরফান পাঠান - ৫৯ ম্যাচ, যুজবেন্দ্র চাহাল - ৬০ ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ