ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্যাটিং বা বোলিং ছাড়াই পিএসএলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বাবর আজম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৪:১৬:১৬
ব্যাটিং বা বোলিং ছাড়াই পিএসএলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বাবর আজম

টস জিতে ব্যাট করতে নামা ইসলামাবাদের কলিন মুনরো, আসিফ আলী ও অধিনায়ক শাদাব খানকে তালুবন্দী করেন বাবর। সেই সঙ্গে তিনি পেছনে ফেললেন ৩৩ ক্যাচ নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ নওয়াজকে।

পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় শীর্ষে আছেন পেশওয়ার জালমির কামরান আকমল। ৫২ ক্যাচ নিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক। অবশ্য তিনি পিএসএলে রেকর্ডটি গড়েছেন গ্লাভস হাতে।

ইসলামাবাদের বিপক্ষে বাবরের তিনটি ক্যাচের দুটি ছিল চোখধাঁধানো। ইনিংসের ১৬তম ওভারে মিড-অফে ফিল্ডিংয়ের সময় শাদাব খানের অফ-সাইডে নেওয়া শট দুর্দান্ত ডাইভে লুফে নেন পাকিস্তানি অধিনায়ক।

ইউনাইটেডের ইনিংসের ১৮তম ওভারেও দুর্দান্ত ক্যাচে দর্শকদের দৃষ্টি কাড়েন বাবর। আসিফ আলীর উড়িয়ে মারা শটে কাভার এরিয়ার মধ্যে পেছন দৌড় দিয়ে এক হাতে তালুবন্দী করেন তিনি। তবে ব্যক্তিগত রেকর্ডের রাতেও ম্যাচটি ৪২ রানে হেরেছে বাবর দল। চলতি পিএসএলে টানা ৫ ম্যাচে ৫ হারে সবার শেষে আছে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা করাচি কিংস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ