ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিপিএলেই গেইল অধ্যায়ের সমাপ্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৬:৩০:০৭
বিপিএলেই গেইল অধ্যায়ের সমাপ্তি

এমনকি এবারের সাদামাটা বিপিএলে যেখানে তেমন কোন বিদেশী তাঁরকা অংশগ্রহণ করেনি, সেখানেও গেইলকে বরিশালের একাদশ থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। ৪২ বছর বয়সী ইউনিভার্স বস খ্যাত গেইল সমর্থকদের নিজের সেরা সময় অপার বিনোদন দিয়েছেন। তিনি নিজেকে ক্রিকেটারের পাশাপাশি একজন এন্টারটেইনার ও দাবি করতেন। তবে সেই সময় অনেক পিছনে ফেলে এসেছেন গেইল।

এখন শুধু পারফরম্যান্স নয় তার ফিটনেসেও যথেষ্ট ঘাটতি রয়েছে। ফাইন লেগ কিংবা থার্ড ম্যান ছাড়া তেমন কোন পজিশনে গেইলকে ফিল্ডিং করানো যায় না। এমনকি ওই পজিশন গুলোতেও হরহামেশাই বল মিস করছেন ইউনিভার্স বস। তাহলে এখন প্রশ্ন এতসব ঝামেলার পর তাহলে কি ক্যারিয়ারের ইতি টানার সময় চলে আসলো? গেইলের মনে কি আছে তা গেইলই ভালো বলতে পারবেন।

তবে তার ক্যারিয়ারের সমাপ্তি যে মোটামুটি এই বছরের মধ্যেই হয়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। এমনকি এবারের বিপিএলেগ হয়তোবা তার খেলা শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে পারে। ইতিমধ্যে সবাই খবরটা ঠিকই জেনে গিয়েছেন যে আইপিএলের নিলামে সুযোগ পায়নি গেইল। ফলে তাঁর আইপিএল খেলা হচ্ছে না।

পিএসএলে সুযোগ না পাওয়ার কারণেই বিপিএল খেলতে এসেছিলেন গেইল কিন্তু বিপিএলে পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই পরবর্তী আসরে তাকে দেখা যাবে না বাংলাদেশে। বিগ ব্যাশেও বিগত কয়েক বছর ধরেই খেলছেন না গেইল এবং সাম্প্রতিক ফর্ম বিচারে যা মোটামুটি অসম্ভব। এখন গেইলের কাছে হয়তবা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মাত্র একটি পথ রয়েছে।

আর সেটি হল ওয়েস্ট ইন্ডিজের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল। ইউনিভার্স বসের প্রতি সম্মান প্রদর্শন করে সিপিএলের কোন একটি দল যদি তাকে খেলার সুযোগ দেন তাহলে হয়তোবা আরেকটি আসরে দেখা যাবে তাকে। তবে তা যদি না হয়ে থাকে তাহলে সম্ভবত এবারের বিপিএল এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের ইতি টানছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস্টোফার হেনরি গেইল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ