ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো খুলনা বনাম সিলেটের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ২১:৩৫:৩৯
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো খুলনা বনাম সিলেটের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

১৮ বলে ২৩ রান করে ইয়াসির বিদায় নিলে সৌম্যর সাথে দলের হাল ধরেন মুশফিক। নবম ওভারে বল টেম্পারিংয়ের কারণে ৫ রান জরিমানা গোনে সিলেট। তাতে যেন মোমেন্টামও হারিয়ে ফেলে দলটি। খুলনার আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বোপারার দল।

চতুর্থ উইকেটে মুশফিক ও সৌম্য গড়েন ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি, যারা সিলেটে যেকোনো উইকেটে বিপিএলের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। সৌম্য ৬২ বলে ৪টি করে চার-ছক্কায় ৮২ এবং মুশফিক ৩৮ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৬২ রান করে অপরাজিত থাকেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে এনামুল হক বিজয় ভালো শুরু এনে দেন সিলেটকে। যদিও অপর প্রান্তে কচ্ছপের গতিতে এগোচ্ছিলেন লেন্ডল সিমন্স। ১৭ বলে ১০ রান করে সিমন্স বিদায় নিলে প্রথম সাফল্যের দেখা পান খুলনার বোলাররা।

তবে ৪১ রানে প্রথম উইকেট হারানোর পর বিজয় ও কলিন ইনগ্রামের ব্যাট স্বপ্ন দেখাচ্ছিল সিলেটকে। আশা ভেঙে যায় বিজয় বিদায় নিলে। ৩৩ বলে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪৭ রানে তিনি ফেরেন সাজঘরে, অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল।

তবে ১৩৫ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় সিলেট। চারের বৃষ্টি নামিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুগতিতে রান তুলতে থাকেন। আর একদম শেষপ্রান্তে আলাউদ্দিন বাবু হয়ে ওঠেন বিধ্বংসী। শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৩৬ রান। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম ৩ বলেই আলাউদ্দিন হাঁকান ছক্কা।

তবে রোমাঞ্চ জাগালেও সিলেট জিততে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৬৭ রান। ৭টি চারে মোসাদ্দেক ২২ বলে ৩৯ ও ১টি চার ও ৩টি ছক্কায় আলাউদ্দিন ৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা।

সংক্ষিপ্ত স্কোরটস : সিলেট সানরাইজার্স

খুলনা টাইগার্স : ১৮২/৩ (২০ ওভার)

সৌম্য ৮২*, মুশফিক ৬২*

গাজী ২৭/১, স্বাধীন ৩৩/১

সিলেট সানরাইজার্স : ১৬৭/৬ (২০ ওভার)

বিজয় ৪৭, মোসাদ্দেক ৩৯*, ইনগ্রাম ৩৭, আলাউদ্দিন ২৫*

পেরেরা ২৩/২, সৌম্য ২৭/২

ফল : খুলনা টাইগার্স ১৫ রানে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ